হুমায়ূন আহমেদ এর উপন্যাস

হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ ১৩ই নভেম্বর ১৯৪৮ সালে নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন । পৈতৃক নিবাস নেত্রকোনার কুতুবপুর। তাঁর ডাক নাম কাজল। পিতৃপ্রদত্ত নাম শামসুর রহমান।

তাঁর বাবার নাম ফয়জার রহমান আহমেদ এবং মায়ের নাম- আয়শা ফয়েজ।  তিনি ছিলেন ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা।

হুমায়ূন আহমেদ ১৯৬৫ সালে বগুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক ও ১৯৬৭ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। কিন্তু সাহিত্য চর্চার জন্য অধ্যাপনা থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস : নন্দিত নরকে, নীল অপরাজিতা, অয়োময়, প্রিয়তমেষু, জয়জয়ন্তী ইত্যাদি ।

তাঁর নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র : শঙ্খনীল কারাগার,  শ্রাবণ মেঘের দিন, ঘেঁটুপুত্র কমলা, আগুনের পরশমণি, শ্যামল ছায়া ইত্যাদি ।

২০১২ সালের ১৯শে জুলাই ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে এই নন্দিত লেখক মৃত্যুবরণ করেন। নুহাশ পল্লীতে তাঁকে সমাহিত করা হয়।

  • কথাসাহিত্যিক জাফর ইকবাল ও কার্টুনিস্ট আহসান হাবীব তাঁর ভাই ।
  • তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয়।
  • বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃৎ হুমায়ূন আহমেদ।
  • হুমায়ুন আহমেদ দুটি অমর চরিত্র মিসির আলী ও হিমু।

পুরস্কার

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ (১৯৮১)‘একুশে পদক’ (১৯৯৪)

হুমায়ূন আহমেদ এর উপন্যাসসমূহ

‘নন্দিত নরকে’ (১৯৭২)‘শঙ্খনীল কারাগার’ (১৯৭৩)
‘কোথাও কেউ নেই’ (১৯৯২) ‘কে কথা কয়’ (২০০৬)
‘দেয়াল’ (২০১২)‘আমার আছে জল’ (১৯৮৫)
‘নিশিথিনী’ (১৯৮৭)‘সম্রাট’ (১৯৮৮)
‘রজনী’ (১৯৮৯)‘বহুব্রীহি’ (১৯৯০)
‘এইসব দিনরাত্রি’ (১৯৯০)‘ময়ূরাক্ষী’ (১৯৯০)
‘অয়োময়’ (১৯৯০)‘শ্রাবণ মেঘের দিন’ (১৯৯৪)
‘গৌরিপুর জংশন’ (১৯৯৫)‘কবি’ (১৯৯৬)
‘দূরে কোথাও’ (১৯৯৭)‘ইস্টিশন’ (১৯৯৯)
‘বৃষ্টিবিলাস’ (২০০০)‘নক্ষত্রের রাত’ (২০০৩)
‘এপিটাফ’ (২০০৪)‘লীলাবতী’ (২০০৫)
‘মধ্যাহ্ন’ (২০০৮)‘মাতাল হাওয়া’ (২০১০)
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ।অপেক্ষা

হুমায়ূন আহমেদ এর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস

‘আগুনের পরশমণি’ (১৯৮৬)‘জোছনা ও জননীর গল্প’ (২০০৪)
‘শ্যামল ছায়া’ (২০০৩)‘সূর্যের দিন’
‘সৌরভ’‘নির্বাসন’
‘অনিল বাগচীর একদিন’

হুমায়ূন আহমেদ এর আত্মজীবনীমূলক গ্রন্থ

‘আমার ছেলেবেলা’ (১৯৯১)‘বলপয়েন্ট’ (২০০৯)
‘কাঠপেন্সিল’ (২০১০)‘রংপেন্সিল’ (২০১১)
‘লীলাবতীর মৃত্যু’ (২০১৪)

গল্পগ্রন্থসমূহ

‘এলেবেলে’(রম্য), ‘আনন্দবেদনার কাব্য’

আরো পড়ুন:- স্বর্ণকুমারী দেবী

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *