ইব্রাহীম খাঁ মুসলিম এর নাটক

প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ

প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ ১৮৯৪ সালে টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার বিরামদী  গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম পুনর্জাগরণের লেখক হিসেবে পরিচিত।

করটিয়া সাদাত কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং বাংলা, বিহার ও উড়িষ্যার মুসলমানদের মধ্যে তিনিই প্রিন্সিপাল। এজন্য তার নামের পূর্বে প্রিন্সিপাল যোগ করা হয়।

  • পাকিস্তান সরকার কর্তৃক প্রদত্ত ‘সিতারা-ই-ইমতিয়াজ’উপাধি প্রত্যাখ্যান করেন।
  •  তিনি ব্রিটিশ সরকারের দেওয়া ‘খান সাহেব ও ‘খান বাহাদুর উপাধি প্রত্যাখ্যাক করেন।

ইব্রাহীম খাঁ এর নাটক

কামাল পাশা- ১৯২৭আনোয়ার পাশা- ১৯৩০
কাফেলা- ১৯৫০‘ঋণ পরিশোধ- ১৯৫৫

আরো পড়ুন:- ইমদাদুল হক মিলন

ইব্রাহীম খাঁ এর রচনাবলি

স্মৃতিকথা: বাতায়ন-১৯৭৪ লিপি সংলাপ
গল্পগ্রন্থ:‘আলু বোখরা’(১৯৬০), উস্তাদ’(১৯৬৭), দাদুর আসর- (১৯৭১)
ভ্রমণকাহিনী: ইস্তাম্বুল যাত্রীর পত্র’ (১৯৫৪), নয়া চীনে এক চক্কর, বেদুঈনদের দেশে- ১৯৫৬
উপন্যাস:বৌ বেগম- ১৯৫৮
শিশু সাহিত্য:ছোটদের মহানবী (১৯৬১), ইতিহাসের আগের মানুষ’ (১৯৬১) ‘ব্যাঘ্র মামা’ (১৯৫১), ‘শিয়াল পণ্ডিত’ (১৯৫২), ‘নিজাম ডাকাত’ (১৯৫০)

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১। কোনটি ইব্রাহীম খাঁ এর গ্রন্থ নয়? ( ১৪তম বিসিএস)

(ক) আনোয়ারা পাশা

(খ) ইস্তাম্বুল যাত্রীর পত্র

(গ) সোনার শিকল

(ঘ) কুঁচবরণ কন্যা

উত্তর:- (ঘ) কুঁচবরণ কন্যা

প্রশ্ন:-২। কোন নাটকটি ইব্রাহীম খাঁ রচিত?(সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার:০৬]

(ক) কাফেলা

(খ) সাজাহান

(গ) নীলদর্পণ

(ঘ) রক্তাক্ত প্রান্তর

উত্তর:- (ক) কাফেলা

প্রশ্ন:-৩।  ‘আনোয়ার পাশা’ নাটকটির রচয়িতা কে? [প্রাথমিক শিক্ষ অধিদপ্তরের হিসাব সহকারী: ১১/

(ক) আকবর উদ্দিন

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) ইব্রাহীম খাঁ

(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর:- (গ) ইব্রাহীম খাঁ

প্রশ্ন:-৪। ইব্রাহীম খাঁ রচিত গ্রন্থ কোনটি? (প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক)

(ক) খোয়াবনামা

(খ) ইস্তাম্বুল যাত্রীর পত্র

(গ) পদ্মানদীর মাঝি

(ঘ) মোস্তফা চরিত

উত্তর:- (খ) ইস্তাম্বুল যাত্রীর পত্র

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *