আবদুল মান্নান সৈয়দ এর উপন্যাস

আবদুল মান্নান সৈয়দ

আবদুল মান্নান সৈয়দ ৩ আগস্ট, ১৯৪৩ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দেশ বিভাগের পর ঢাকার স্থায়ীভাবে বসবাস করেন। তিনি ছিলেন একজন আধুনিক কবি, সাহিত্যিক, গবেষক ও সাহিত্য-সম্পাদক।

  • তিনি ‘অশোক সৈয়দ’ ছদ্মনামে লিখতেন এবং সাহিত্যমহলে তিনি ‘মান্নান সৈয়দ’ নামেই পরিচিত ছিলেন।
  • তিনি ছিলেন বাংলাদেশের প্রথম ‘পোয়েট ইন রেসিডেন্ট।
  • তিনি ৫ সেপ্টেম্বর, ২০১০ সালে পরলোক গমন করেন।

পুরস্কার

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, (১৯৮১।নজরুল পুরস্কার, পশ্চিম বঙ্গ, (১৯৯৮)
একুশে পদকআলাওল সাহিত্য পুরস্কার (১৯৯১)

আবদুল মান্নান সৈয়দ এর কাব্য

‘জন্মান্ধ কবিতাগুচ্ছ’ (১৯৬৭)‘জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা’ (১৯৬৯),
‘ও সংবেদন ও জলতরঙ্গ’ (১৯৭৪)‘কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড’ (১৯৮২)
‘পার্ক স্ট্রিটে এক রাত্রি’ (১৯৮৩)‘পরাবাস্তব কবিতা’ (১৯৮৪)
‘সকল প্রশংসা তাঁর’ (১৯৯৩)‘নীরবতা গভীরতা দুই বোন বলে কথা’ (১৯৯৭)
‘মাছ সিরিজ’ (১৯৮৪)

আবদুল মান্নান সৈয়দ এর উপন্যাস

‘পরিপ্রেক্ষিতের দাসদাসী’ (১৯৭৪)কলকাতা’ (১৯৮০)
‘অ-তে অজগর’ (১৯৮২)‘পোড়ামাটির কাজ’ (১৯৮২)
‘ক্ষুধা প্রেম আগুন’ (১৯৯৪)শ্রাবন্তীর দিনরাত্রি’ (১৯৯৮)

গল্পগ্রন্থ

একরাত্রিমার্চ
সত্যের মত বদমাশ’চলো যাই পরোক্ষে
‘নেকড়ে হায়েনা ও তিন পরী’‘মৃত্যুর অধিক লাল ক্ষুধা’

স্মৃতিকথা

‘আমার বিশ্বাস’ (১৯৮৮)‘স্মৃতির নোটবুক’ (২০০১)

প্রবন্ধ গবেষণা

‘শুদ্ধতম কবি’ (১৯৭২)‘নজরুল ইসলাম : কবি ও কবিতা’ (১৯৭৭)
‘নজরুল : কালজ কালোত্তর’ (১৯৮৭), ‘আধুনিক সাম্প্ৰতিক’ (২০০১)।

আরো পড়ুন:- মুহম্মদ আবদুল হাই

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ‘ক্ষুধা প্রেম আগুন’ উপন্যাসটির রচয়িতা- [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক: ১৪]

(ক) রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

(খ) আবদুল মান্নান সৈয়দ

(গ) হুমায়ুন আহমদ

(ঘ) নির্মলেন্দু গুণ

উত্তর:-  (খ) আবদুল মান্নান সৈয়দ

প্রশ্ন:-২।  বাংলা সাহিত্যে ‘পরাবাস্তব’ কবি হিসেবে পরিচিত- (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব: ১২)

(ক)  হুমায়ুন আহমদ

(খ)  আবদুল মান্নান সৈয়দ

(গ) হুমায়ুন আহমদ

(ঘ) নির্মলেন্দু গুণ

উত্তর:- (খ)  আবদুল মান্নান সৈয়দ

প্রশ্ন:-৩।  ‘মাছ সিরিজ’ কবিতাটি কার লেখা? [সমাজসেবা অধিদপ্তরের সমাজকল্যাণ সংগঠক: ১০)

(ক) ইমদাদুল হক মিলন

(খ) আবদুল মান্নান সৈয়দ

(গ) ইসমাইল হোসেন সিরাজীঘ

(ঘ) আনোয়ার পাশা

উত্তর:- (খ) আবদুল মান্নান সৈয়দ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *