১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান কলেজ পর্যায়

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান কলেজ পর্যায়

১। বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?

উত্তর : ব্যাখ্যামূলক।

২। Edition শব্দের অর্থ—

উত্তর : সংস্করণ ।

৩। কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস এর উদাহরণ?

উত্তর : কানাকানি

৪। কোনটি ‘উপপদ তৎপুরুষের উদাহরণ?

উত্তর : ছেলেধরা।

৫। নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?

উত্তর : জেলেনী।

৬। ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

উত্তর : চতুঃ + পদ।

৭। ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?

উত্তর : নিষ্ক্রিয় দর্শক ।

৮।  ‘আবির্ভাব’ এর বিপরীত শব্দ কোনটি?

উত্তর : তিরোভাব।

৯। ‘কলম’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?

উত্তর : আরবি।

১০। ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল?

উত্তর : সাধুরীতি।

১১। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?

উত্তর : শ্রীকৃষ্ণকীর্তন।

১২। বাংলা ভাষার মূল উৎস কী?

উত্তর : বৈদিক ভাষা ।

১৩। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?

উত্তর : অব্যয়।

১৪। প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম

উত্তর : সবুজপত্র।

১৫। পাউরুটি কোন ভাষার শব্দ?

উত্তর : পর্তুগিজ।

১৬। ‘জায়া’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তর : অৰ্ধাঙ্গিনী ।

১৭। সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে?

উত্তর : কমা

১৮। কোন বানানটি শুদ্ধ?

উত্তর : স্বায়ত্ত ।

১৯।  ‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

উত্তর : মনু + ষ্ণ ।

২০। ‘পাপে বিরত থাকো’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তর : অপাদানে ৭মী।

২১। বিভক্তিহীন নামপদকে কী বলে?

উত্তর : প্রাতিপদিক ।

২২। সমাসবদ্ধ পদ কোনটি?

উত্তর : ছাড়পত্র।

২৩। ‘পোস্টাল কোড’ কী নির্দেশ করে?

উত্তর : প্রাপকের এলাকা।

২৪। ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

উত্তর : ধ্বনিতত্ত্বে ।

২৫। ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী – নিচের কোন নিয়মে হয়েছে?

উত্তর : আ + ঈ =এ।

২৬। বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?

উত্তর : পুণ্ড্র।

২৭। বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত?

উত্তর : ফেনী

২৮। ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণটি ইউনেস্কো কোন তারিখে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য” হিসেবে ঘোষণা করে?

উত্তর : ৩০শে অক্টোবর, ২০১৭ সাল।

২৯। দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা?

ক) সন্দ্বীপ

খ) হাতিয়া

গ) মনপুরা

ঘ) সোনাদিয়া

[Note : সঠিক উত্তর হবে মাতারবাড়ী ।]

৩০। প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে?

উত্তর : ক্লিপবোর্ড।

৩১। কোন শহরটি “বিগ অ্যাপেল” নামে পরিচিত?

উত্তর : নিউইয়র্ক।

৩২। আসাদগেট নামের পটভূমির সাথে জড়িত কোন সন?

উত্তর : ১৯৬৯ সন।

৩৩। ইউনেস্কো করে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে?

উত্তর : ১৯৯৭ সাল।

৩৪। ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?

উত্তর : জিব্রাল্টার ।

৩৫। কোনটিতে রোবটের ব্যবহার করা হয়?

উত্তর : জটিল সার্জারি চিকিৎসায়।

৩৬। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?

উত্তর : প্লাটিনাম ।

৩৭। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

উত্তর : জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

৩৮। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?

উত্তর : ৮৮°০১’ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ ৷

৩৯। বাংলাদেশে ব-দ্বীপ মহাপরিকল্পনা ২১০০ কোন দেশের পরিকল্পনাকে অনুসরণ করে করা হয়েছে?

উত্তর : নেদারল্যান্ড।

৪০। বাংলাদেশে বর্তমানে মোট কতটি শিক্ষাবোর্ড রয়েছে?

উত্তর : ১১টি।

৪১। “বর্ধমান হাউজ” কোথায় অবস্থিত?

উত্তর : ঢাকা ।

৪২। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?

উত্তর : EU !

৪৩।  “আলোর কণা” তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর : আইজাক নিউটন।

৪৪। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?

উত্তর : লুব্ধক ।

৪৫। ঢাকার ধোলাইখাল কে খনন করেন?

উত্তর : ইসলাম খান ।

৪৬।  ‘ভেটো’ কথাটি কোন শব্দ থেকে আগত?

উত্তর : ল্যাটিন ।

৪৭।  “War and Peace” উপন্যাসের রচয়িতা কে?

উত্তর : লিও টলস্টয়।

৪৮। “আল আকসা” মসজিদ কোথায় অবস্থিত?

উত্তর : ফিলিস্তিন।

৪৯। দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি?

উত্তর : থাইরক্সিন ও সোমাটোট্রফিক ।

৫০। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?

উত্তর : লালপুর।

৫১। — course of time, he became a famous writer.

উত্তর : In

৫২। — ink in my pen is red.

উত্তর : The.

৫৩। Which one is correct ?

উত্তর : There is no room for doubt in it.

৫৪। The doctor will come back to the ward in no time. The underlined phrase means—

উত্তর : instantly.

৫৫। The word ‘decade’ refers to —

উত্তর : ten years.

৫৬। None but — brave deserve fair.

উত্তর : the, the

৫৭। Which is the correct form of Assertive of “Who does not like a rase?”

উত্তর : Everyone likes a rose.

৫৮।  ‘গাছে এখনো ফল ধরে নাই — The best translation is—

উত্তর : The tree has not yet borne fruit.

৫৯। The price of mango is high in our country. we turn this land into a mango orchard ?

উত্তর : what if

৬০। Very few insects are as busy as a bee. The correct comparative form of the sentence is-

উত্তর : A bee is busier than most other insects.

৬১। He came home yesterday. Choose the correct interrogative form of the sentence

উত্তর : Did he come home yesterday?

৬২। ‘যেমন কর্ম তেমন ফল’ – The translation is

উত্তর : As you sow, so you reap.

৬৩। The antonym of ‘vice’ is—

উত্তর : virtue.

৬৪। ‘Iknow you.’ Choose the complex form

উত্তর : I know who you are.

৬৫। Complete the sentence with appropriate word : Poly ran fast lest she-miss the class.

উত্তর : should.

৬৬। Which one is the correct English translation of “অসারের তর্জন গর্জন সার”?

উত্তর : A barking dog seldom bites ও An empty vessel sounds much.

৬৭। The memoranda – not important

উত্তর : are

৬৮। No spelling occurs in —

উত্তর : extravagant.

৬৯। If you help me, I – grateful.

উত্তর : will remain

৭০। Had you walked fast, you–the train. The correct form of verb will be

উত্তর : would not have missed.

৭১। The word heritage’ refers to —

উত্তর : tradition.

৭২। Ignorance is obstacle progress.

উত্তর : to .

৭৩। Fifty miles-not a long distance.

উত্তর : is.

৭৪। The verb form of ‘danger’ is —

উত্তর : endanger.

৭৫। Choose the correct answer –

উত্তর : I will avail myself of the opportunity.

৭৬। ৯১, ১০১, ১১৭ এবং ১২৩ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি?

উত্তর : ১০১।

Va = √5 হলে a এর মান কত?

উত্তর : 5√5

৭৭। m এর মান কত হলে x + x – m একটি পূর্ণবর্গ রাশি হবে।

উত্তর : –

৭৮। a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক ?

উত্তর : b = cal

৭৯। একজন মাঝি দাঁড় বেয়ে 15 কি. মি. যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘণ্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিমি যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে ও কিমি যায়। স্রোতের বেগ কত?

উত্তর : 21

৮০। 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল কত?

উত্তর : 625 টাকা ।

৮১। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা.6cm বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ cm হলে, এর উচ্চতা কত?

উত্তর : 27 cm

৮২। ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কোনো চাপ কেন্দ্রে x° কোণ উৎপন্ন করলে, চাপের দৈর্ঘ্য কত?

উত্তর : arx একক ।

৮৩। একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে?

উত্তর : 2vr

৮৪। . একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করুন।

উত্তর : 30° ।

৮৫। a ” = কোন শর্তে সত্য ?

উত্তর : a ≠ 0 1 32

৮৬। একটি সমবৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ ” এবং উচ্চতা h হলে উহার আয়তন—-

ক) ar

খ) 2nrh

গ) 2nr ( r+h)

ঘ) arh ।

৮৭। ২১৯৫২ সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?

উত্তর : ৭। 

৮৮। logv, 400 এর মান কত?

উত্তর : 4

৮৯।  দুইটি সংখ্যার অনুপাত ৩: ২ এবং এদের গ.সা.গু. ৪ হলে সংখ্যা দুইটির ল.সা.গু. কত?

উত্তর : ২৪ ।

৯০। একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45° হবে?

উত্তর : 20 মি. ।

৯১। একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায় । দ্রব্যটির ক্রয়মূল্য কত?

উত্তর : 450 টাকা।

৯২। একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য কত?

উত্তর : 16 মিটার।

৯৩। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি ? 5 একক এবং ভূমি 6 একক হলে, ক্ষেত্রফল কত?

উত্তর : 12

৯৪।  sin20 + 3cost – 3 = 0 হলে, 0 এর মান কত? যেখানে ৪ সূক্ষ্মকোণ।

উত্তর : 60°

৯৫। 1 ঘন সে. মি. কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা কতভাগ?

উত্তর : 70 ভাগ ।

৯৬। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:1: 2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ?

উত্তর : সমকোণী ত্রিভুজ।

৯৭। টা) = 8 হলে x এর মান কত?

উত্তর : 3 । (64)

৯৮। x – 1/x= 3/2 হলে, x – এর মান কত?

উত্তর : ? ।

৯৯। x – y = 2 এবং xy = 24 হলে x + y এর মান

উত্তর : 10

আরো পড়ুন:- নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *