হংকং কোন দেশের রাজধানী

হংকং এর রাজধানীর নাম কি

হংকং এর রাজধানী নেই। গণচীনের দক্ষিণ- পশ্চিম উপকূলে অবস্থিত একটি বিশেষ প্রশাসনিক এলাকা হংকং। এটি এক সময় ব্রিটিশ শাসনের অধীনে ছিলো।

যেহেতু হংকং এখন চীনের অধীনে তাই সে হিসেবে চীনের রাজধানী হচ্ছে হংকং এর রাজধানী। হংকং ২৬০ টিরও বেশি দ্বীপ রয়েছে, যার মধ্যে প্রধান দ্বীপটি হলো হংকং দ্বীপ।

ভিক্টোরিয়া অঞ্চলটি হংকংয়ের বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। হংকং বিশ্বর ঘনবসতিপূর্ণ এলাকা গুলোর মধ্যে অন্যতম। এর জনসংখ্যা প্রায় ৮০ লক্ষ্য।হংকংয়ের বেশির ভাগ জনগণ চীনা ও ইংরেজি ভাষায় কথা বলে।

আরো জানুন

চীনের রাজধানীর নাম

চীনের আয়তন

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *