বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী

স্বর্ণকুমারী দেবী

স্বর্ণকুমারী দেবী ২৮ আগস্ট, ১৮৫৫ সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক।

  • স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাস- দীপ নির্বাণ
  • বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিক- স্বর্ণকুমারী দেবী
  • স্বর্ণকুমারী দেবী কোন পত্রিকার সম্পাদক ছিলেন- ভারতী

স্বর্ণকুমারী দেবীর উপন্যাস

ছিন্ন মুকুলমেবার রাজ- ১৮৭৭
দীপনির্বাণ -১৮৭৬মালতী
হুগলির ইমাম বাড়িবিদ্রোহ
স্নেহলতাবিচিত্রা
স্বপ্নবাণীমিলনরাত্রি

স্বর্ণকুমারী দেবীর নাটক

বসন্ত উৎসববিবাহ উৎসব
দেবকৌতুকরাজকন্যা
কনে বদলপাকচক্র
নিবেদিতাযুগান্ত

স্বর্ণকুমারী দেবীর কাব্য

গাথাকবিতা ও গান

আরো পড়ুন:- হরপ্রসাদ শাস্ত্রী

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  স্বর্ণকুমারী দেবী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? [প্রাথমিক

বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ: ১২)

(ক) নাও

(খ) ভারতী

(গ) যুগবাণী

(ঘ) প্রভাতী

উত্তর:- (খ) ভারতী

প্রশ্ন:-২। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে স্বর্ণকুমারী দেবীর সম্পর্ক কী? (তথ্য

মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক:০৩/সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা সংগঠক:০৫]

(ক) বোন

(খ) চাচী

(গ) মেয়ে

(ঘ) কোনটি নয়

উত্তর:- (ক) বোন

প্রশ্ন:-৩। বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী? (৪৩তম

বিসিএস]

(ক) কাদম্বরী দেবী

(খ) বেগম রোকেয়া

(গ) স্বর্ণকুমারী দেবী

(ঘ) নুরুন্নাহার ফয়জুন্নেসা

উত্তর:- (গ) স্বর্ণকুমারী দেবী

প্রশ্ন:-৪। স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাস কোনটি? (প্রাথমিক

বিদ্যালয় প্রধান শিক্ষক: ০৯ )

(ক) মালতী

(খ) দীপ নির্বাণ

(গ) মেবার রাজ

(ঘ) ছিন্ন মুকুল

উত্তর:- (খ) দীপ নির্বাণ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *