সৈয়দ ওয়ালীউল্লাহ এর কাব্যগ্রন্থ

সৈয়দ ওয়ালীউল্লাহ

সৈয়দ ওয়ালীউল্লাহ ১৫ আগস্ট, ১৯২২ সালে চট্টগ্রামের ষোলশহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার ও সমাজ-সচেতন শিল্পী । বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি চাকরিহীন ছিলেন, তা সত্ত্বেও বাঙালির স্বাধীনতা সংগ্রামের পক্ষে বিশ্ব জনমত গড়ার চেষ্টা চালিয়ে যান।

  • সৈয়দ ওয়ালীউল্লাহ্ প্রকাশিত প্রথম গল্পের নাম- হঠাৎ আলোর ঝলকানি’।
  • ১৯৭১ সালের ১০ অক্টোবরপ্যারিসে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয় ।

পুরস্কার

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ (১৯৬১)‘আদমজী সাহিত্য পুরস্কার’ (১৯৬৫)
‘একুশে পদক’ (১৯৮৩)জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০১ শ্রেষ্ঠ কাহিনিকার।

সৈয়দ ওয়ালীউল্লাহ এর উপন্যাস

লালসালু’ (১৯৪৮)‘চাঁদের অমাবস্যা’ (১৯৬৪)
কাঁদো নদী কাঁদো (১৯৬৮)কদর্য এশীয় (২০০৬)

সৈয়দ ওয়ালীউল্লাহ এর নাটকসমূহ

‘বহিপীর’ (১৯৬০)‘তরঙ্গভঙ্গ’ (১৯৬৪)
‘সুড়ঙ্গ’ (১৯৬৪)‘উজানে মৃত্যু’ (১৯৬৬)

গল্পগ্রন্থসমূহ

‘নয়নচারা’ (১৯৫১)‘দুই তীর ও অন্যান্য গল্প’ (১৯৬৫)
‘গল্প সমগ্র’ (১৯৭২)চিরন্তন পৃথিবী

আরো পড়ুন: সৈয়দ মুজতবা আলী

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *