জাতীয় সঙ্গীতের অনুবাদক

সৈয়দ আলী আহসান

সৈয়দ আলী আহসান ২৬ মার্চ, ১৯২২ সালে যশোরে (বর্তমান মাগুরা) জন্মগ্রহণ করেন। ছিলেন কবি, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী।

  • তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক।
  • ১৯৮৯ সালে বাংলাদেশ সরকার তাকে ‘জাতীয় অধ্যাপক’ হিসেবে স্বীকৃতি প্রদান করে।
  • তিনি ২৫ জুলাই, ২০০২ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।

পুরস্কার

‘একুশে পদক’ (১৯৮৩),‘স্বাধীনতা পুরস্কার’ (১৯৮৮)
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ (১৯৬৭)

সৈয়দ আলী আহসান এর কাব্যগ্রন্থ

অনেক আকাশ’ (১৯৫৯)‘একক সন্ধ্যায় বসন্ত’ (১৯৬৪)
‘সহসা সঁচকিত’ (১৯৬৫)‘আমার প্রতিদিনের শব্দ’ (১৯৭৪)
‘উচ্চারণ’ (১৯৬৮)‘সমুদ্রেই যাব’ (১৯৮৭)
‘রজনীগন্ধা’ (১৯৮৮)

অন্যান্য রচনাবলী অন্য বই থেকে যাচাই করে দেখবে।

প্ৰবন্ধ:‘গল্পসঞ্চয়ন’ (১৯৫৩)
সমালোচনা গ্রন্থ‘কবিতার কথা’ (১৯৫৭), ‘কবি মধুসূদন’
(১৯৫৭), ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ (১৯৫৬)- মুহম্মদ
আবদুল হাই সহযোগে, ‘সাহিত্যের কথা’ (১৯৬৪),
‘পদ্মাবতী’ (১৯৬৮), ‘মধুমালতি’ (১৯৭২)।
অনুবাদগ্রন্থ : ‘ইডিপাস’ (১৯৬৩), ‘হুইটম্যানের কবিতা’ (১৯৬৫)
শিশুতোষ :‘কখনো আকাশ’ (১৯৮৪)
আত্মজীবনী : ‘আমার সাক্ষ্য’ (১৯৯৪)

আরো পড়ুন:- সৈয়দ শামসুল হক

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১ । আমাদের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি?

ক সৈয়দ সাজ্জাদ হোসেন

(খ) সৈয়দ আলী আহসান

(গ) সৈয়দ শামসুল হক

(ঘ) শামসুর রাহমান

উত্তর:- (খ) সৈয়দ আলী আহসান

(ক) সৈয়দ আলী আহসান

প্রশ্ন:-২। ১৯৮৫ সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক কে পান? (৩৪ তম বিসিএস)

(ক) সৈয়দ আলী আহসান

(খ) সৈয়দ ওয়ালীউল্লাহ

(গ) সৈয়দ শামসুল হক

(ঘ) সিকান্দার আবু জাফর উ. ক

উত্তর:- (ক) সৈয়দ আলী আহসান

প্রশ্ন:-৩ ।  ‘আমার পূর্ব বাংলা কবিতার রচয়িতা কে? (যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার: ১৯ )

(ক) জসীমউদ্দীন

(খ) তালিম হোসেন

(গ) জীবনানন্দ দাশ

(ঘ) সৈয়দ আলী আহসান

উত্তর:- (ঘ) সৈয়দ আলী আহসান

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *