সিকান্দার আবু জাফর এর নাটক

সিকান্দার আবু জাফর

সিকান্দার আবু জাফর ১৯১৯ সালে বর্তমন সাতক্ষীরা (তৎকালীন খুলনা) জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রখ্যাত কবি, সংগীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক ।

  • তিনি ‘মাসিক সমকাল’  পত্রিকার সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক’ (১৯৫৩) পত্রিকার সহযোগী সম্পাদক ছিলেন।
  • তিনি ১৯৬৬ সালে ‘বাংলা একাডেমি পুরস্কার’ লাভ করেন।
  • তিনি ৫ আগস্ট, ১৯৭৫ সারে পরলোক গমণ করেন।

সিকান্দার আবু জাফর এর কাব্যগ্রন্থ

‘প্রসন্ন প্রহর’ (১৯৬৫)‘বৈরীবৃষ্টিতে’ (১৯৬৫)
‘তিমিরান্তক’ (১৯৬৫)‘কবিতা’ (১৯৬৮)
  • সিকান্দার আবু জাফর এর ঐতিহাসিক নাটক- ‘সিরাজউদ্দৌলা’ প্রকাশিত হয় ১৯৬৫ সালে।
  • তাঁর জীবনী নাটক- ‘মহাকবি আলাওল’ (১৯৬৫)।
  • তার বিখ্যাত গান- ‘আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই’।

সিকান্দার আবু জাফর এর উপন্যাস

মাটি আর অশ্রু’ (১৯৪২)‘পূরবী’ (১৯৪৪)
‘নতুন সকাল’ (১৯৪৫):‘জয়ের পথে’ (১৯৪২)
‘নবী কাহিনী (১৯৫১)

আরো পড়ুন:-সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ‘মহাকবি আলাওল’ নাটকটি কে রচনা করেছেন? (প্রাথমিক সহকারি শিক্ষক পরীক্ষা: ১০)

(ক) সিকান্দার আবু জাফর

(খ) আনিস চৌধুরী

(গ) ওয়ালীউল্লাহ

(ঘ) শওকত ওসমান

উত্তর:- (ক) সিকান্দার আবু জাফর

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *