সরল মুনাফা শর্টকাট

সরল মুনাফা থেকে বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আস প্রশ্ন সমূহ

প্রশ্ন:- মুনাফার হার ৮% হলে ৫০০ টাকার ৪ বছরের মুনাফা কত? শি.নি

ক. ৪৫ টাকা                 খ. ১৩০ টাকা

গ. ১৬০ টাকা                ঘ. ১২০ টাকা   

উত্তর: গ. ১৬০ টাকা

প্রশ্ন:- প্রতি বছর শতকরা ৮ টাকা হারে লাভের চুক্তিতে ১০০০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পর ঐ বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবে? স.চা

ক. ১৫০০ টাকা                         খ. ১০০০ টাকা

গ. ২০০০ টাকা                         ঘ. ১৬০০ টাকা  

উত্তর: ঘ. ১৬০০ টাকা

প্রশ্ন:- ৯.৫% হার সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত টাকা হবে? স.চা

ক. ১১৫ টকা                 খ. ১১৮ টাকা

গ. ১১৬ টাকা                ঘ. ১১৪ টাকা   

উত্তর: ১১৪ টাকা

প্রশ্ন:- শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে ৭০০০ টাকার ৫ বছরের সুদ কত টাকা হবে? সোনালী ব্যাংক

ক. ১৭৫০ টাকা             খ. ১৮০০ টকা

গ. ১৭৫৮ টকা           ঘ. ১৭৪৮ টাকা  

উত্তর: ১৭৫০ টাকা

প্রশ্ন:- সুদের হার শতকরা ৭ টাকা হলে ৬.৫০ টাকার ৬ বছরের সুদ কত টাকা? স.চা

ক. ২২০ টাকা               খ. ২১০ টাকা

গ. ২৭২ টাকা                ঘ. ২৭৩ টাকা   

উত্তর: ২৭৩ টাকা

প্রশ্ন:- শতকরা বার্ষিক ১৫ টাকা হার সুদে ৮০০০ টাকার ৬ মাসের মুনাফা কত? শি.নি

ক. ৬০০ টকা                খ. ৫০০ টাকা

গ. ৫৫০ টাকা               ঘ. ৬৫০ টাকা  

উত্তর: ৬০০ টাকা

প্রশ্ন:- ৬% হারে ১০ হাজার টাকার ৯ মাসের সুদ কত টাকা হবে? বি.সি. এস, ব্যাংক

ক. ৩৫০ টাকা               খ. ৪০০ টাকা

গ. ৪৭৫ টাকা               ঘ. ৪৫০ টাকা   

উত্তর: ৪৫০ টাকা

আপনি যদি সরল মুনাফা থেকে আসা এ অংক গুলো সমাধান করতে না পারেন, তাহলে নিচের ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটি দেখার পর আপনি দুই সেকেন্ডের মধ্যে সরল মুনাফার মান বের করতে পারবেন।

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *