সংশপ্তক' কার রচনা

শহীদুল্লা কায়সার

শহীদুল্লা কায়সার  ১৯২৭ সালে ১৬ ফেব্রুয়ারি,  ফেনীর মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ। ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী।

  • কথাসাহিত্যিক জহির রায়হান তাঁর ভাই।

মৃত্যু:- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, পাক হানাদার বাহিনীর তাঁকে ঢাকার কায়েতটুলির বাসা থেকে তুলে নিয়ে যায। এরপর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

শহীদুল্লা কায়সার এর উপন্যাস

‘সারেং বৌ’ (১৯৬২)‘সংশপ্তক’ (১৯৬৫)

অন্যান্য রচনা

স্মৃতিকথা‘রাজবন্দীর রোজনামচা’ (১৯৬২)
ভ্রমণকাহিনী‘পেশোয়ার থেকে তাসখন্দ’ (১৯৬৬)

আরো পড়ুন:- শাহ মুহম্মদ সগীর

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১ ।  ‘সংশপ্তক’ কার রচনা? (২০তমবিসিএস)

(ক) মুনীর চৌধুরী

(খ) জহির রায়হান

(গ) শওকত ওসমান

(ঘ) শহীদুল্লা কায়সার

উত্তর:-(ঘ) শহীদুল্লা কায়সার

প্রশ্ন:-২।  ‘সংশপ্তক’, ‘সারেং বৌ’ কোন জাতীয় গ্রন্থ? (সোনালী ব্যাংক লি. অফিসার: ১৮)

(ক) নাটক

(খ) উপন্যাস

(গ) রম্য রচনা

(ঘ) প্রবন্ধ

উত্তর:- (খ) উপন্যাস

প্রশ্ন:-৩। নিচের কোনটি শহীদুল্লা কায়সার রচিত উপন্যাস? (বাংলাদেশ ব্যাংক অফিসার: ১১)

(ক)  জমিদার দর্পণ

(খ) সংশপ্তক

(গ) শহীদুল্লা কায়সার

(ঘ) জীবন থেকে নেয়া

উত্তর:- (খ) সংশপ্তক

প্রশ্ন:-৪। ‘সারেং বৌ’ উপন্যাসটির রচয়িতা ( প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী: ১১)

(ক) আবু ইসহাক

(খ) শহীদুল্লা কায়সার

(গ) ওয়ালীউল্লাহ

(ঘ) শওকত ওসমান

উত্তর:- (খ) শহীদুল্লা কায়সার

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *