মৌলিক পদার্থের সংখ্যা

মৌলিক পদার্থ কাকে বলে

শিখতে পারবো মৌলিক পদার্থ কাকে বলে মৌলিক পদার্থের উদাহরণ এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা।

মৌলিক পদার্থ

যে সকল পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি অর্থাৎ যে সব পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যায়না তাদেরকে মৌলিক পদার্থ বলে।

মৌলিক পদার্থের উদাহরণ

মৌলিক পদার্থের উদাহরণ

যেমন লোহা এবং তামা একটি মৌলিক পদার্থ তার কারণ হচ্ছে লোহা এবং তামাকে ভাঙলে শুধু তামা ও লোহারই ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে।

আমাদের সবার পরিচিত হাইড্রোজেন ও অক্সিজেনও একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাই তারাও মৌলিক পদার্থ।

আবার পানি মৌলিক পদার্থ নয় তার কারণ হচ্ছে পানিকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় তাই।

আরো জানুন

মৌলিক পদার্থের তালিকা

এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা ১১৮ টি

১। হিলিয়াম- He

২। বেরিলিয়াম- Be

৩। কার্বন- C 

৪। অক্সিজেন- O

৫। নিয়ন- Ne 

৬। ম্যাগনেসিয়াম- Mg

৭। সিলিকন- Si            

৮। সালফার – S

৯। পটাসিয়াম – K

১০। স্ক্যান্ডিয়াম – Sc

১১। ভ্যানাডিয়াম – V

১২। ম্যাঙ্গানিজ- Mn

১৩। কোবাল্ট- Co

‌১৪। কপার- Cu

১৫। গ্যালিয়াম- Ga

১৬। আর্সেনিক- As

১৭। ব্রোমিন- Br             

১৮। রুবিডিয়াম- Rb

১৯। ইট্রিয়াম- Y

২০। নাইওবিয়াম- Nb

২১। টেকনিশিয়াম- Tc

২২। রোডিয়াম- Rh

২৩। রুপা- Ag  

২৪। ইন্ডিয়াম- In

২৫। এন্টিমনি- Sb            

২৬। আয়োডিন- I

২৭। সিজিয়াম- Cs

২৮। ল্যান্থানাম- La

২৯। প্রাসিওডিমিয়াম- Pr

৩০। প্রমিথিয়াম- Pm

৩১। ইউরোপিয়াম- Eu

৩২। টার্বিয়াম-Tb

৩৩। হলমিয়াম- Ho         

৩৪। থুলিয়াম- Tm

৩৪। লুটেশিয়াম- Lu

৩৬। ট্যানটালাম- Ta

৩৭। অসমিয়াম- Os

৩৮। প্লাটিনাম- Pt

৩৯। পারদ- Hg

৪০। সীসা- Pb

৪১। পোলোনিয়াম- Po

৪২। রেডন – Rn

৪৩। রেডিয়াম – Ra

৪৪। প্রোটেক্টিনিয়াম- Pa

৪৫। নেপচুনিয়াম – Np     

৪৬। আমেরিসিয়াম- Am

৪৭। বার্কেলিয়াম – Bk      

৪৮। আইনস্টাইনিয়াম- Es

৪৯। মেন্ডেলিভিয়াম- Md

৫০। লরেন্সিয়াম- Lw

৫১। ডুবনিয়াম- Db

৫২। বোহরিয়াম- Bh

৫৩। মাইটনেরিয়াম- Mt

৫৪। রন্টজেনিয়াম- Rg

৫৫। নিহোনিয়াম- Nh

৫৬। মস্কোভিয়াম- Mc

৫৭। টেনেসিন- Ts

৫৮। হাইড্রোজেন- H

৫৯। লিথিয়াম – Li

৬০। বোরন- B

৬১। নাইট্রোজেন-N

৬২। ফ্লোরিন- F

৬৩। সোডিয়াম- Na

৬৪। এলুমিনিয়াম- Al

৬৫। ফসফরাস- P

৬৬। ক্লোরিন- Cl

৬৭। আর্গন- Ar                        

৬৮। ক্যালসিয়াম – Ca

৬৯। টাইটেনিয়াম- Ti

৭০। ক্রোমিয়াম- Cr

৭১। লোহা- Fe

৭২। নিকেল- Ni

৭৩। জিংক- Zn                        

৭৪। জার্মেনিয়াম- Ge         

৭৫। সেলেনিয়াম- Se

৭৬। ক্রিপ্টন- Kr

৭৭। স্ট্রনশিয়াম- Sr

৭৮। স্ট্রনশিয়াম- Sr

৭৯। জিরকোনিয়াম- Zr

৮০। মলিবডেনাম- Mo

৮১। রুথেনিয়াম – Ru

৮২। প্যালাডিয়াম- Pd

৮৩। ক্যাডমিয়াম- Cd

৮৪। টিন – Sn    

৮৫। টেলুরিয়াম- Te

৮৬। জেনন- Xe

৮৭। বেরিয়াম- Ba

৮৮। সিরিয়াম- Ce

৮৯। নিওডিমিয়াম- Nd

৮৯। অগানেসন- Og

৯০। স্যামারিয়াম  – Sm       

৯১। গ্যাডোলিনিয়াম- Gd

৯২। ডিস্প্রোসিয়াম – Dy     

৯৩। ইরবিয়াম- Er

৯৪। ইটারবিয়াম- Yb

৯৫। হাফনিয়াম-Hf

৯৬। টাংস্টেন- W

৯৭। রেনিয়াম- Re

৯৮। ইরিডিয়াম- Ir

৯৯। সোনা – Au                       

১০০। থ্যালিয়াম- Tl

১০১। বিসমাথ- Bi

১০২। এস্টাটিন – At

১০৩। ফ্রান্সিয়াম – Fr               

১০৪। এক্টিনিয়াম – Ac

১০৫। থোরিয়াম- Th

১০৬। ইউরেনিয়াম – U

১০৭। প্লুটোনিয়াম- Pu

১০৮। কুরিয়াম – Cm

১০৯। ক্যালিফোর্নিয়াম – Cf                        

১১০। ফার্মিয়াম – Fm

১১১। নোবেলিয়াম- No        

১১২। রাদারফোর্ডিয়াম- Rf

১১৩। সিবোর্গিয়াম – Sg

১১৪। হ্যাসিয়াম – Hs

১১৫। ডার্মস্টাটিয়াম – Ds

১১৬। কোপার্নিসিয়াম- Cn     

১১৭। ফ্লেরোভিয়াম- Fl

১১৮। লিভারমোরিয়াম – Lv

আরো পড়ুন

মহাবিশ্ব কাকে বলে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *