বুদ্ধদেব বসু কাব্যগ্রন্থ

বুদ্ধদেব বসু

বুদ্ধদেব বসু ৩০ নভেম্বর, ১৯০৮ সালে কুমিল্লায় জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস- মুন্সীগঞ্জের মালখানগর । তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্পাদক। তাঁকে ‘নাগরিক কবি’ বলা হয়ে থাকে।

  • বুদ্ধদেব বসু ‘স্বাগত বিদায়’ গ্রন্থের জন্য ১৯৭৪ সালেরবীন্দ্র পুরস্কার  পান।
  • তিনি ১৯৭০ সালে পদ্মভূষণ  উপাধি লাভ করেন।

বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থসমূহ

‘কঙ্কাবতী’ (১৯৩৭)দময়ন্তী (১৯৪৩)
একদিন : চিরদিন’ (১৯৭১)‘মরচেপড়া পেরেকের গান’ (১৯৬৬),
‘মর্মবাণী’ (১৯২৫),স্বাগত বিদায়’ (১৯৭১)।
‘বন্দীর বন্দনা’ (১৯৩০)

বুদ্ধদেব বসুর উপন্যাস

একদা তুমি প্রিয়ে’ (১৯৩৩)সানন্দা’ (১৯৩৩)
লালমেঘ’ (১৯৩৪)পরিক্রমা’ (১৯৩৮)
তিথিডোর’ (১৯৪৯)সাড়া’ (১৯৩০)
কালো হাওয়া’ (১৯৪২)নির্জন স্বাক্ষর’ (১৯৫১)
মৌলিনাথ’ (১৯৫২)নীলাঞ্জনের খাতা’ (১৯৬০)
পাতাল থেকে আলাপ’ (১৯৬৭) রাত ভরে বৃষ্টি’ (১৯৬৭)
গোলাপ কেন কালো’ (১৯৬৮)বিপন্ন বিস্ময়’ (১৯৬৯)

বুদ্ধদেব বসুর নাটক

‘তপস্বী ও তরঙ্গিণী (১৯৬৬)কলকাতার ইলেক্ট্রা ও সত্যসন্ধ’ (১৯৬৮)
‘মায়া-মালঞ্চ’ (১৯৪৪)

বুদ্ধদেব বসুর গল্পগ্রন্থ

‘অভিনয়, অভিনয় নয়’ (১৯৩০)‘হৃদয়ের জাগরণ (১৯৬১)
‘রেখাচিত্র’ (১৯৩১)‘ভালো আমার ভেলা’ (১৯৬৩)
‘হাওয়া বদল’ (১৯৪৩)‘প্রেমপত্র’ (১৯৭২)

বুদ্ধদেব বসুর প্রবন্ধগ্রন্থ

‘হঠাৎ আলোর ঝলকানি’ (১৯৩৫)‘কালের পুতুল’ (১৯৪৬)
সাহিত্যচর্চা’ (১৯৫৪)‘স্বদেশ ও সংস্কৃতি’ (১৯৫৭)

বুদ্ধদেব বসুর স্মৃতিকথা

‘আমার ছেলেবেলা’ (১৯৭৩)‘আমার যৌবন’ (১৯৭৬)।

বুদ্ধদেব বসুর ভ্রমণ কাহিনী

‘’দেশান্তর’ (১৯৬৬)।সব পেয়েছির দেশে’ (১৯৪১)

আরো পড়ুন:- মুহম্মদ এনামুল হক

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ‘তিথিডোর’ গ্রন্থের রচয়িতা- (প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ১২)

(ক) বিহারীলাল চক্রবর্তী

(খ) বিষ্ণু দে

(গ) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

(ঘ) বুদ্ধদেব বসু

উত্তর:- (ঘ) বুদ্ধদেব বসু

প্রশ্ন:-২। বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত? (সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ০৭)

(ক) ত্রিশ দশকের

(খ) ষাট দশকের

(গ) পঞ্চাশ দশকের

(ঘ) চল্লিশ দশকের

উত্তর:- (ক) ত্রিশ দশকের

প্রশ্ন:-৩।  ‘হঠাৎ আলোর ঝলকানি’ কোন জাতীয় রচনা?  ( থানা শিক্ষা অফিসার: ০৫)

(ক) কাব্য

(খ) গল্পগ্রন্থ

(গ) উপন্যাস

 (ঘ) প্রবন্ধগ্রন্থ

উত্তর:- (ঘ) প্রবন্ধগ্রন্থ

প্রশ্ন:-৪।  ‘তপস্বী ও তরঙ্গিনী’ নাটকটি কার রচনা?

 (ক) বুদ্ধদেব বসু

(খ) নজরুল ইসলাম

(গ) শওকত ওসমান

(ঘ) বাসন্তিকা

উত্তর:- (ক) বুদ্ধদেব বসু

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *