রজবুলি’ বলতে কী বোঝায়

বিদ্যাপতি

বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি, বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত মারার রূপকার । বিদ্যাপতি পদাবলির প্রথম কবি। তিনি মৈথিলি ও সংস্কৃত ভাষায় পদ রচনা করেন।

  • বৈষ্ণব পদাবলির অধিকাংশ পদ ব্রজবুলি ভাষায় রচিত।
  • বিদ্যাপতির উপাধি ‘কবিকণ্ঠহার’ মৈথিল কোকিল’, ‘অভিনব জয়দেব’।
  • তাঁর শ্রেষ্ঠ কীর্তি ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা।
  • তাঁর রচিত কাব্যকে রবীন্দ্রনাথ ঠাকুর ‘রাজকন্ঠের মণিমালা’ হিসেবে অভিহিত করেছেন।

ব্রজবুলি কী  ৩৬তম বিসিএস লিখিত

ব্রজবুলি হলো বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি একপ্রকার কৃত্রিম কবিভাষা। মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার স্রষ্টা। এ ভাষায়  বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস এবং চণ্ডীদাস বিভিন্ন বৈষ্ণব পদ রচনা করেন।

আরো পড়ুন:- বিষ্ণু দে

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১। ‘ব্রজবুলি’ কোন স্থানের ভাষা? (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক: ১৩)

(ক) মিথিলা

(খ) পশ্চিমবঙ্গ

(গ) আসাম

(ঘ) গৌড়

উত্তর:- (ক) মিথিলা

প্রশ্ন:-২।  ব্রজভাষা কী? ( সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৬)

(ক) ব্রজভূমির ভাষা

(খ) বাংলার ভাষা

(গ) বৃন্দাবনের ভাষা

(ঘ) মিথিলা ও বাংলার মিশ্র ভাষা

উত্তর:- (ঘ) মিথিলা ও বাংলার মিশ্র ভাষা

প্রশ্ন:-৩।  ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়? (২১তম বিসিএস)

(ক) ব্রজধামে কথিত ভাষা

(খ) এক রকম কৃত্রিম কবিভাষা

(গ) বাংলা ও হিন্দির যোগফল

(ঘ) মৈথিলি ভাষার একটি উপভাষা

উত্তর:- (খ) এক রকম কৃত্রিম কবিভাষা

প্রশ্ন:-৪। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? (পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক  ১১)

(ক) ফারসি

(খ) ব্রজবুলি

(গ) মারাঠি

(ঘ) হিন্দি

উত্তর:- (খ) ব্রজবুলি

প্রশ্ন:-৫। বৈষ্ণব পদাবলির অবাঙালি কবি কে? (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী অফিসার: ০৫)

(ক) গোবিন্দদাস

(খ) জ্ঞানদাস

(গ) চণ্ডীদাস

(ঘ) বিদ্যাপতি

উত্তর:- (ঘ) বিদ্যাপতি

প্রশ্ন:-৬ পদাবলির প্রথম কবি কে? (২২তম বিসিএস )

(ক) শ্রীচৈতন্য দেব

(খ) বিদ্যাপতি

(গ) জ্ঞানদাস

(ঘ) চণ্ডীদাস

উত্তর:- (খ) বিদ্যাপতি

প্রশ্ন:-৭ ‘মৈথিল কোকিল’ খ্যাত কে?

(ক) বিদ্যাপতি

(খ) গোবিন্দদাস

(গ) চণ্ডীদাস

(ঘ) জ্ঞানদাস

উত্তর:- (ক) বিদ্যাপতি

প্রশ্ন:-৮ বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? [৩৮তম / ২৮তম বিসিএস]

(ক) নবদ্বীপের

(খ) মিথিলার

(গ) বৃন্দাবনের

(ঘ) বর্ধমানের

উত্তর:- (খ) মিথিলার

প্রশ্ন:-৯। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন? [যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা: ০৬/

(ক) বিদ্যাপতি

(খ) গোবিন্দদাস

(গ) জ্ঞানদাস

(ঘ) জয়দেব

উত্তর:- (ক) বিদ্যাপতি

প্রশ্ন:-১০। বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে-

তার নাম কী? [জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক: ০৭]

(ক) মাগধী

(খ) অসমিয়া

(গ) ব্রজবুলি

(ঘ) জগাখিচুড়ি

উত্তর:- (গ) ব্রজবুলি

প্রশ্ন:-১১। ‘ব্রজবুলি’র প্রবর্তক / স্রষ্টা কে? (সাব রেজিস্ট্রার: ১৬/

(ক) চণ্ডীদাস

(গ) আলাওল

(ঘ) বিদ্যাপতি

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- (ঘ) বিদ্যাপতি

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *