বাংলাদেশের দ্বীপ জেলা

বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা

আলোচনা করা হয়েছে, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি এবং দ্বীপ জেলার আয়তন কত বর্গ কিলোমিটার।

বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা- ভোলা

ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা। এ জেলার আয়তন ৩,৪০৩.৪৮ বর্গকিমি।

ভোলা জেলায় উপজেলা রয়েছে- ৭টি, থানা হচ্ছে-১০ টি, পৌরসভা ৫টি, ৭০ টি ইউনিয়ন এবং ৪ টি সংসদীয় আসন রয়েছে।

১। নিঝুম দ্বীপের পুরনো নাম কি- বাউলার চর

২। ছেঁড়া দ্বীপের আয়তন- ৩ কি.মি।

৩। সেন্টমার্টিন দ্বীপের আয়তন- ৮ বর্গ কি.মি।

৪। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ- সেন্টমার্টিন।

৫। সেন্টমার্টিন দ্বীপের অপর নাম- নারিকেল জিঞ্জিরা

৬। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত- নোয়াখালী

আরো পড়ুন

বাংলা চ্যানেল কোথায় আবস্থিত

internet এর পূর্ণ রূপ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *