বড়ু চণ্ডীদাস শ্রী কৃষ্ণ

বড়ু চণ্ডীদাস

‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ( মধ্যেযুগের প্রথম কাব্য)  রচয়িতা বড়ু চণ্ডীদাস । তাঁর প্রকৃত নাম অনন্ত। তাঁর কৌলিন্য উপাধি বড়। গুরু প্রদত্ত নাম চণ্ডীদাস।

সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন:-১। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা কে?

উত্তর:- বড়ু চণ্ডীদাস।

প্রশ্ন:-২।  ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচনাকাল কত? (১৫তম বিসিএস লিখিত]

উত্তর:  ড. মুহম্মদ শহীদুল্লাহ এর মতে, ১৪০০ খ্রিষ্টাব্দ।

প্রশ্ন:-৩। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য কোথা থেকে উদ্ধার করেন? (২৫তম

বিসিএস লিখিত]

উ. ১৯০৯ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী  কালিয়া গ্রামের  দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘরের মাচার ওপর থেকে।

প্রশ্ন:-৪। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য কে উদ্ধার করেন?

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ এটি উদ্ধার করেন।

প্রশ্ন:-৫ কার সম্পাদনায় ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য প্রকাশিত হয়?

উ. বসন্তরঞ্জন রায় ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশ করেন।

চরিত্র: রাধা, কৃষ্ণ, বড়ায়ি ( রাধাকৃষ্ণের প্রেমের দূতি)।

প্রশ্ন:-৬।  ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের অপর নাম কী?

উত্তর:-  শ্রীকৃষ্ণসন্দর্ভ।

প্রশ্ন:-৭ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে বড়ু চণ্ডীদাসের আর কী কী নাম

উত্তর:-  চণ্ডীদাস, অনন্ত চণ্ডীদাস।ৱ

আরো পড়ুন:- বিহারীলাল চক্রবর্তী

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  চণ্ডীদাস কোন যুগের কবি? (সোনালী ব্যাংক লি.সিনিয়র অফিসার: ১৪)

(ক) প্রাচীন যুগ

(খ) আধুনিক যুগ

(গ) মধ্যযুগ

(ঘ)  উত্তর-আধুনিক যুগ

উত্তর:- (গ) মধ্যযুগ

প্রশ্ন:-২। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? (কর্মসংস্থান ব্যাংক লি.অফিসার – ১৫)

(ক) শূন্যপুরাণ

(খ) ডাকার্ণব

গ) গীতগোবিন্দ

(ঘ) শ্রীকৃষ্ণকীর্তন

উত্তর:- (ঘ) শ্রীকৃষ্ণকীর্তন

৩. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা- (২৯তম বিসিএস)

(ক) চণ্ডীদাস

(গ) দ্বিজ চণ্ডীদাস

(গ) বড় চণ্ডীদাস

(ঘ) মালাধর বসু

উত্তর:- (গ) বড় চণ্ডীদাস

প্রশ্ন:-৪। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য আবিষ্কার –

(ক) হরপ্রসাদ শাস্ত্রী

(খ) রামমোহন রায়

(গ) প্রমথ চৌধুরী

(ঘ) বসন্তরঞ্জন রায়

উত্তর:- (ঘ) বসন্তরঞ্জন রায়

প্রশ্ন:-৫। মধ্যযুগের প্রথম কবি হচ্ছেন- শ্রম মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ০৫]

(ক) বিদ্যাপতি

(খ) কাহ্নপা

(গ) বড় চণ্ডীদাস

(ঘ) দীন চণ্ডীদাসৱ

উত্তর:- (গ) বড়ু চণ্ডীদাস

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *