প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন-২০২২

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন (২০২০ ৩য় ধাপ)

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ৩য় ধাপ।

প্রশ্ন:- ১। খণ্ড প্রলয় বাগধারাটির অর্থ কী ?

উত্তর:- তুমুল কাণ্ড

প্রশ্ন:-২। তামার বিষ বাগধারাটির অর্থ কী ?

উত্তর:- অর্থের কুপ্রভাব

প্রশ্ন:-৩। তৎসম শব্দ কোনটি ?

উত্তর:– নারিকেল

প্রশ্ন:-৪। একটি কবিতা পড়া হবে

উত্তর:– নির্মলেন্দু গুণ

প্রশ্ন:-৫। শুদ্ধ বানান কোনটি ?

উত্তর:– দূষণীয়

প্রশ্ন:-৬। দ্বীপ ব্যাসবাক্য

উত্তর:- দুই দিকে অপ যার।

প্রশ্ন:-৭। ব্যাকরণের কাজ

উত্তর:– ভাষার শৃঙ্খলা

প্রশ্ন:-৮। কবিতায় পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায় পাছে লোকে কিছু বলে

উত্তর:– সংকোচ

প্রশ্ন:-৯। ২০২২ সালে জাতীয়কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হয়?

উত্তর:= ১২৩

প্রশ্ন:-১০। স্টপ জেনোসাইড প্রামাণ্য চিত্রটির বিষয়বস্তু

উত্তর:= মুক্তিযুদ্ধ

প্রশ্ন:-১১। বঙ্গ বন্ধু উপাধি পান

উত্তর:-১৯৬৯

প্রশ্ন:-১২। উত্তরা – থেকে মতিঝিল( ঢাকা মেট্রোরেলের দৈর্ঘ)

উত্তর:= ২০.১০ কি.মি

প্রশ্ন:-১৩। শেখ রাসেলকে নিয়ে লেখা বই

উত্তর:- আমাদের ছোট রাসেল সোনা

প্রশ্ন:-১৪। জননী ও গর্বিত ভার্স্কর

উত্তর:— মৃণাল হক

প্রশ্ন:-১৫। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম

উত্তর:– মা

প্রশ্ন:-১৬। পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী

উত্তর:– চীন

প্রশ্ন:-১৭। ভালো কোলেস্টেরল কোনটি?

উত্তর:— HD

প্রশ্ন:-১৮। মুক্তিযুদ্ধ চলাকালে আমেরিকায় যে কনসার্ট হয

উত্তর:– কনসার্ট ফর বাংলাদেশ

প্রশ্ন:-১৯। ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে ট্রেলারে বাংলাদেশের চলচ্চিত্র

উত্তর:-= মুজিব একটি জাতির রুপকার

প্রশ্ন:-২০। একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে

উত্তর:= টাচস্ক্রিন

প্রশ্ন:-২১। শীতার্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

উত্তর:=শীত+ঋত

প্রশ্ন:-২২। . সবার উপরে মানুষ সত্য উক্তিটি কার ?

উত্তর:- চন্ডীদাস

প্রশ্ন:-২৩। অর্ধ মাত্রা কতটি ?

উত্তর:= ৮টি

প্রশ্ন:-২৪। একাত্তরের দিনগুলো গ্রন্থটির লেখক কে?

উত্তর:– জাহানারা ইমাম

প্রশ্ন:-২৫। পণ্ডিতমূর্খ ব্যাসবাক্য

উত্তর:= পণ্ডিত হয়েও মূর্খ

প্রশ্ন:-২৬। পাছে লোকে কিছু বলে কবিতায় পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়

উত্তর:– সংকোচ

প্রশ্ন:-২৭। তাজা মাছ —

উত্তর:= অবস্থাবাচক বিশেষণ

প্রশ্ন:-২৮। এ শিশুকে বাসযোগ্য— পঙক্তিটি কার ?

উত্তর:– সুকান্ত ভট্টাচার্য

প্রশ্ন:-২৯। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে – বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তর:-= কর্মে শুন্য

প্রশ্ন:-৩০। কোন সালের প্রভাতফেরীতে সর্বপ্রথম একুশের গান আমার ভাইয়ের রক্তে

উত্তর:– গানটি পাওয়া হয় = ১৯৫৪

প্রশ্ন:-৩১। প্রাথমিক শিক্ষা গুণগত মানের উপকরণ

উত্তর:– অসামর্থ্য শিক্ষার্থীর অভিযোজন

প্রশ্ন:-৩২। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান

উত্তর:– চরমপত্র পাঠ

প্রশ্ন:-৩৩। পদ্মাসেতু উদ্বোধন করা হবে

উত্তর:- ২৫ জুন

প্রশ্ন:-৩৪। জিন্ক সমৃদ্ধ ধান

উত্তর:- ব্রি ১০০

প্রশ্ন:-৩৫। প্রধান ধান উৎপাদন কারী দেশ

উত্তর:- চীন

প্রশ্ন:-৩৬। জননী ও গর্বিত ভার্স্কর কে?

উত্তর:— মৃণাল হক

প্রশ্ন:-৩৭। বাউল গানকে হেরিটেজ ঘোষণা করে

উত্তর:— ইউনেসকো

প্রশ্ন:-৩৮। প্রাকৃতিক সৌরপর্দা কোনটি?

উত্তর:– স্ট্যাটোস্ফিয়ার ( ওজোন স্তর)

প্রশ্ন:-৩৯। CNG gas

উত্তর:– mithen

প্রশ্ন:-৪০। GPS

উত্তর:– Global Positioning System

প্রশ্ন:-৪১। ৭ মার্চের ভাষণে RTC- এর পূর্ণরুপ কী

উত্তর:= Round table conference

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *