পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কেমন

পৃথিবীর অভ্যন্তরীণ গঠন

পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করা হয়েছে।

পৃথিবীর অভ্যান্তরীন গঠন ৩ টি ভাগে বিভক্ত। যথা:-

(ক) শিলা মন্ডল

(খ) গুরুমন্ডল

(গ) কেন্দ্রমন্ডল

পৃথিবীর অভ্যান্তরীণ ও বাহ্যিক গঠন
পৃথিবীর গঠন

(ক) শিলা মন্ডল:- পৃথিবীর পৃষ্ঠের নিচে যে শক্ত স্তর রয়েছে তাই শিলামন্ডল। এ শিলা মন্ডল পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় ১০০ কি.মি পর্যন্ত বিস্তৃত।

(খ) গুরু মন্ডল:- শিলা মন্ডলের নিচ থেকে কেন্দ্র মন্ডল শুরু অর্থাৎ শিলা ও কেন্দ্র মন্ডলের মাঝে অবস্থিত গুরুমন্ডল। গুরুমন্ডল বেশ উত্তপ্ত। গুরু মন্ডলের বেশির ভাগই কঠিন। ধারণা করা হয় আগ্নেয়াগিরির উদগীরন এখান থেকে হয়ে থাকে।

(গ) কেন্দ্রমন্ডল:- গুরু মন্ডলের নিচ থেকে কেন্দ্রমন্ডল শুরু অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের চারদিকে কেন্দ্র মন্ডল। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে ৩৫০০ কি.মি ব্যাসার্ধের জায়গা হলো কেন্দ্রমন্ডল। কেন্দ্র মন্ডলে আছে, নিকেল, লোহা, সীসা সহ অন্যান্য ধাতু।

আরো জানুন

আইসোটোপ কাকে বলে

বিজ্ঞান কাকে বলে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *