poribesh kake bole

পরিবেশ কাকে বলে

আমাদের চারপাশের সবকিছু নিয়েই আমাদের পরিবেশ গঠিত। একটি স্থানের সকল জড় ও জীব নিয়েই সেখানকার পরিবেশ গঠিত হয়ে থাকে। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে যেমন:- প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশ। আর এসব পরিবেশে বাস করে বিভিন্ন ধরনের জীব।

পরিবেশের উপাদান

পরিবেশের উপাদান গুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। যথা:-

(ক) সজীব পরিবেশ বা জীব পরিবেশ

(খ) জড় পরিবেশ বা অজীব পরিবেশ

জীব পরিবেশ: জীব পরিবেশের উপাদান গুলোর মধ্যে রয়েছে সকল প্রাণী ও উদ্ভিদ।

জড় পরিবেশ: জড় পরিবেশের উপাদান গুলো ছাড়া কোন জীবই বেচে থাকতে পারে না। জড় পরিবেশের মূল উপাদান হচ্ছে- মাটি, পানি এবং বায়ু।

আরো পড়ুন

খাদ্য কাকে বলে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *