গুণিতক কাকে বলে

আজকের আলোচনায় আমরা শিখবো গুণিতক কাকে বলে, গুণনিয়ক কাকে বলে, গুণিতক বের করার সহজ নিয়ম, সাধারণ গুণিতক এবং লসাগু কাকে বলে।

গুণিতক

৫ কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সে গুলো ৫ এর গুণিতক।

যেমন ৫ কে, ১ দ্বারা গুণ করলে হয় ৫। ২ দ্বারা গুণ করলে হয় ১০ এবং ৩ দ্বারা গুণ করলে হয় ১৫।

আর এখানে ৫, ১০, ১৫ হচ্ছে ৫ এর গুণিতক।

নিচের টেবিলে ২,৩ এবং ৪ এর গুণিতক দেখানো হলো।

গুণিতক এবং গুণনীয়ক কাকে বলে

তোমাকে যদি ৬ এর গুণতক বের করতে বলে, তাহলে তুমি ৬ এর নামতা পড়ে বের করতে পারবে।

মনে রাখবে, ৬ এর গুণিতক ৬ দ্বারা নি:শেষে বিভাজ্য অর্থাৎ ৬ এর গুণিতক গুলো ৬ দ্বারা ভাগ করলে কোন ভাগশেষ থাকবে না।

সাধারণ গুণিতক

লসাগু কাকে বলে

এখানে, ২৪, ৪৮ (লাল বৃত্ত) উভয়ের গুণিতকের মধ্যে আছে তাই এদেরকে  ৬ এবং ৮ এর সাধারণ গুণিতক বলে।

লসাগু কাকে বলে

সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লগিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। তাই ৬ এবং ৮ এর লসাগু হবে ২৪।

গুণনীয়ক কাকে বলে

ক এর গুণনীয়ক হলো, যে সংখ্যা দ্বারা ক কে ভাগ করলে কোন ভাগশেষ থাকে না।

যেমন:-

৮ এর গুণনীয়ক হবে, যে সকল সংখ্যা দ্বারা ৮ কে ভাগ করলে কোন ভাগশেষ থাকেনা সেগুলো হলো ৮ এর গুণনীয়ক।

১, ২, ৪ এবং ৮ এ সংখ্যা গুলো দিয়ে ৮ কে ভাগ করলে কোন ভাগশেষ থাকে না তাই সংখ্যা গুলো ৮ এর গুণনীয়ক।

নিচের টেবিলে ১২ এর গুণনিয়ক এবং ১৮ এর গুণনীয়ক গুলো লাল দাগ দিয়ে দেখানো হয়েছে।

গুণিতক এবং গুণনীয়ক

মনেরেখো

কোন সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সবসময় ১ এবং ওই সংখ্যা থাকে।

আরো পড়ুন

মৌলিক সংখ্যা কাকে বলে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *