পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রার মান সমান নয়। কোন দেশের মুদ্রার মান বেশি আবার কোন কোন দেশের মুদ্রার মান কম। মুদ্রার মান বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে।
বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হল কুয়েতের দিনার। তবে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রচলিত মুদ্রা হচ্ছে মার্কিন ডলার।
নিম্নে পৃথিবীর সবচেয়ে দামি ১০ টি মুদ্রার নাম এবং দেশের তালিকা দেওয়া হলো
বিভিন্ন দেশের টাকার মান
ক্রমিক নং | দেশ | বাংলাদেশী টাকা |
১ | কুয়েত (দিনার) | ২৮৩ টাকা |
২ | বাহরাইন (দিনার) | ২২৮ টাকা |
৩ | ওমানের রিয়াল | ২২৩ টাকা |
৪ | জর্দান দিনার (জর্দানিয়ান দিনার) | ১২২ টাকা |
৫ | ব্রিটিশ পাউন্ড | ১১৭ টাকা |
৬ | জিব্রাল্টার পাউন্ড | ১১৬ টাকা |
৭ | কেম্যান আইল্যান্ড ডলার | ১০৪ টাকা |
৮ | ইউরো | ৯৭ টাকা |
৯ | সুইস ফ্রাংক | ৯৪ টাকা |
১০ | মার্কিন ডলার | ৮৫ টাকা |
আরো পড়ুন: দুবাই কোন দেশের রাজধানীর নাম, চীনের জনসংখ্যা কত কোটি?
আবুধাবি