বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে বেশি বার আসা কারক ও বিভক্তি সমূহ নিচে দেওয়া হলো।
কারক ও বিভক্তি নির্ণয়
# মা শিশুকে চাঁদ দেখাচ্ছে- চাঁদ কোন কারকে কোন বিভক্তি- কর্মে শূণ্য
# ভিক্ষুককে ভিক্ষা দাও- এখানে ভিক্ষুককে কোন কারকে কোন বিভক্তি – উত্তর:- সম্প্রদানে চতুর্থী
# ভোরে সূর্য উঠে- এখানে ভোরে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অধিকরণে দ্বিতীয়া
# সে চাকর দ্বারা রান্না করায়- এ বাক্যে চাকর দ্বারা কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- করণে তৃতীয়া
# পাপ হইতে বিরত হও- এখানে পাপ হইতে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অপাদানে পঞ্চমী
# ধোপাকে কাপড় দাও- এখানে ধোপাকে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- কর্মে ২য়
# শিকারি বিড়াল গোফেঁ চেনা যায়- এখানে গোঁফে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- করণে ৭মী
# ডাক্তার ডাক- এ বাক্যে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- কর্মে শূণ্য
# ডাক্তারকে ডাক- এ কাক্যে ডাক্তারকে ডাক কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- কর্মে দ্বিতীয়া।
# পাগলে কি না বলে- ছাগলে কি না খায়- এ বাক্যে পাগলে এবং ছাগলে কোন কারক এবং কোন বিভক্তি? উত্তর;- কর্তৃকারকে ৭মী বিভক্তি
# অন্ধজনে দেহ আলো- এখানে অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- সম্প্রদানে ৭মী
# মেঘ থেকে বৃষ্টি পড়ে- এ বাক্যে মেঘ থেকে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অপাদানে ৫মী
# আমি ঢাকা যাবে- ঢাকা কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে শূণ্য
# এ বাড়িতে কেউ নেই- এখানে বাড়িতে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অধিকরণে ৭মী
# পাখি সব করে রব, রাতি পোহাইল- এ বাক্যে পাখি কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- কর্তৃকারকে শূণ্য বিভক্তি
# কাননে কুসুম কলি সকলি ফুটিল- এ বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অধিকরণ ৭মী
# রাখাল গরুর পাল নিয়ে মাঠে যায়- এ বাক্যে রাখাল কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- কর্তৃকারকে শূণ্য বিভক্তি।
# বিপদে মোরে রক্ষা করো- বিপদে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অপাদানে ৭মী
# দশে মিলে করি কাজ- এখানে দশে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- কর্তৃ কারকে ৭মী
# তিলে তৈল হয়- তিলে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অপাদানে সপ্তমী
# তিল হইতে তৈল হয়- তিল হইতে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অপাদানে ৫মী
# তিলে তৈল আছে- তিলে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অধিকরণে ৭মী
# সমুদ্রে লবন আছে- এখানে সমুদ্রে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অধিকরণে ৭মী
# সৎপাত্রে কন্যা দান কর- সম্প্রদানে ৭মী
# দরিদ্র ধনীকে ঈর্ষা করে- ধনীকে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- সম্প্রদানে ৪র্থী
# বাবাকে বড্ড ভয় পাই- বাবাকে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অপাদানে ২য়া
# আকাশ মেঘে ঢাকা- মেঘে কোন কারকে কোন বিভক্তি? করণে ৭মী
# পাপে বিরত হও- পাপে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অপাদানে ৭মী
# ধর্মের কল বাতাসে নড়ে- ধর্মের কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- করণে ৭মী
# মাতাপিতার সেবা কর –মাতাপিতার কোন কারকে কোন বিভক্তি? উত্তর:-সম্প্রদানে ৬ ষ্ঠী
# রতনে রতন চেনে- রতনে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- কর্তৃকারকে ৭মী
# মায়ে ডাকে- মায়ে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:-কর্তৃকারকে ৭মী
# জীবে দয়া কর- জীবে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- সম্প্রদানে ৭মী
# বাঘকে কে না ভয় পায়- বাঘকে কোন কারকে কোন বিভক্তি? উত্তর:-অপাদানে ২য়া
# ছাত্ররা ক্রিকেট খেলে- ক্রিকেট কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- কর্মে শূণ্য
# গাড়ি ঢাকা ছাড়ল- ঢাকা কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অপাদানে শূণ্য
# গাড়ি ঢাকা পোছালো- ঢাকা কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অধিকরণে শূণ্য
# টাকায় টাকা আনে- টাকায় কোন কারকে কোন বিভক্তি? উত্তর:- অপাদানে ৭মী
# শুক্রবার স্কুল বন্ধ- এখানে স্কুল কোন কারকে কোন বিভক্তি – কর্মে শূন্য
# শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ে, শিক্ষায় কোন কারক – অধিকরণ
# পুকুরে মাছ আছে- পুকুরে কোন কারক উত্তর:- অধিকরণে সপ্তমী
# কি সাহসে ওখানে গেলে, সাহসেশব্দটি কোনকারকেকোনবিভক্তি? – অপাদানে ৭মী
# ঝিনুক থেকে মুক্তা মেলে- এখানে ঝিনুক কোন কারক উত্তর:- অপাদানে ২য়া
# গুরুজনে ভক্তি কর, গুরুজনে কোন কারক – সম্প্রদান কারক
# বাড়ি থেকে নদী দেখা যায়, বাড়ি কোন কারকে কোন বিভক্তি – অধিকরণে পঞ্চমী
বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ