You are currently viewing উদ্ভিদ কাকে বলে
উদ্ভিদ

উদ্ভিদ কাকে বলে

যেসব জীবের দেহ মূল, কান্ড, পাতায় বিভক্ত এবং যাদের অধিকাংশই সূর্যের আলো থেকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে এবং একস্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে না তাদেরকে উদ্ভিদ বলে।

সংক্ষেপে বলা যায়, যা মাটি ভেদ করে উঠে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে না তাকে উদ্ভিদ বলে।

উদ্ভিদ সূর্যের আলো ও পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে। আর এ খাদ্য তৈরি করার জন্য কার্বন ডাইঅক্সাইডও প্রয়োজন হয়। সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না।

আরো পড়ুন

পরিবেশ কাকে বলে

খাদ্য কাকে বলে

Share this

Leave a Reply