ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে উপন্যাস

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২৬ সেপ্টেম্বর, ১৮২০ পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ছদ্মনাম- কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য।

ঈশ্বরচন্দ্রের পারিবারিক উপাধি- ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য  সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে বিদ্যাসাগর  উপাধি লাভ করেন।

  • বিধবা বিবাহ আন্দোলনের নেতৃত্ব দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । তাঁর প্রচেষ্টায় ‘বিধবা বিবাহ আইন’ পাশ হয় ২৬ জুলাই, ১৮৫৬ সালে। ১৮৭০ সালে তাঁর পুত্র নারায়ণচন্দ্রের সাথে এক বিধবা নারীর বিবাহ দেন।
  • বাংলা গদ্যের জনক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। (৩৩,২৯তম বিসিএস লিখিত)
  • বাংলা গদ্যে প্রথম যতি বা বিরাম চিহ্নের  ব্যবহার করেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম- বেতালপঞ্চবিংশতি’
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণ গ্রন্থের নাম –  ‘ব্যাকরণ কৌমুদী’

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর অনুবাদ গ্রন্থসমূহ

ভ্রান্তিবিলাসজীবনচরিত
সীতার বনবাসবাঙালার ইতিহাস
শকুন্তলা

ঈশ্বরচন্দ্র রচিত শিশুদের জন্য পাঠ্য বই-

বর্ণপরিচয়বোধোদয়
আখ্যানমঞ্জরী‘কথামালা’

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মৌলিক গ্রন্থ

আত্মচরিতব্রজবিলাস
অতি অল্প হইলরত্ন পরীক্ষা

আরো পড়ুন:- কাজী নজরুল ইসলাম

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *