আহসান হাবীবের কবিতা

আহসান হাবীব

আহসান হাবীব ১৯১৭ সালের ২রা জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন।

তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং আর্তমানবতার সপক্ষে বক্তব্য রেখেছেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাত্রিশেষ।

দৈনিক বাংলা পত্রিকার সাহিত্যপাতার সম্পাদক ছিলেন। তাঁর প্রথম প্রকাশিত কাব্যের নাম –  ‘রাত্রিশেষ’, ১৯৪৭ সালে প্রকাশিত হয়।

আহসান হাবীব এর কাব্যগ্রন্থ

‘ছায়াহরিণ’ (১৯৬২)‘সারা দুপুর’ (১৯৬৪)
‘আশায় বসতি’ (১৯৭৪)‘মেঘ বলে চৈত্রে যাবো’ (১৯৭৬)
‘দু’ই হাতে দুই আদিম পাথর’ (১৯৮০)‘প্রেমের কবিতা’ (১৯৮১)
‘বিদীর্ণ দর্পণে মুখ’ (১৯৮৫)

আহসান হাবীব এর উপন্যাস

‘আরণ্য নীলিমা’ (১৯৬২)‘রানী খালের সাঁকো’ (১৯৬৫)

শিশুতোষ

‘ছোটদের পাকিস্তান’ (১৯৫৪)‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ (১৯৭৭)
‘ছুটির দিন দুপুরে’ (১৯৭৮)

আরো পড়ুন:- কাজী নজরুল ইসলাম

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *