কবি আল মাহমুদ

আল মাহমুদ

আল মাহমুদ ১৯৩৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ।

  • তিনি ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকার সম্পাদক ছিলেন।
  • তিনি ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ সালে মৃত্যুবরণ করেন।

পুরস্কার ও সম্মাননা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৮)জয় বাংলা পুরস্কার (১৯৭২)
একুশে পদক (১৯৮৬) নাসির উদ্দিন স্বর্ণপদক (১৯৯০)

আল মাহমুদের কাব্যগ্রন্থ

লোক লোকান্তর’ (১৯৬৩)সোনালী কাবিন (১৯৭৩)
কালের কলস’ (১৯৬৬)মায়াবী পর্দা দুলে উঠো (১৯৬৯)
অদৃষ্টবাদীদের রান্নাবান্না’ (১৯৮০)পাখির কাছে ফুলের কাছে (১৯৮০)
বখতিয়ারের ঘোড়া’ (১৯৮৪)দোয়েল ও দয়িতা (১৯৯৭)
প্রেমের কবিতা’ (২০০২)‘দ্বিতীয় ভাঙ্গন (২০০২)

আল মাহমুদের উপন্যাস

‘ডাহুকী’ (১৯৯২)‘কবি কোলাহল’ (১৯৯৩)
‘উপমহাদেশ’ (১৯৯৩)‘আগুনের মেয়ে’ (১৯৯৫)
‘চেহারার চতুরঙ্গ’ (২০০০)‘কাবিলের বোন’ (২০০১)

গল্পগ্রন্থসমূহ

‘পানকৌড়ির রক্ত’ (১৯৭৫)‘সৌরভের কাছে পরাজিত’ (১৯৮৩)
‘গন্ধবণিক’ (১৯৮৬)‘ময়ূরীর মুখ’ (১৯৯৪)

আরো পড়ুন:- আলাউদ্দিন আল আজাদ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *