সৈয়দ আলী আহসান
সৈয়দ আলী আহসান ২৬ মার্চ, ১৯২২ সালে যশোরে (বর্তমান মাগুরা) জন্মগ্রহণ করেন। ছিলেন কবি, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী। পুরস্কার ‘একুশে পদক’ (১৯৮৩), ‘স্বাধীনতা পুরস্কার’ (১৯৮৮) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ (১৯৬৭) সৈয়দ আলী আহসান এর কাব্যগ্রন্থ অনেক আকাশ’ (১৯৫৯) ‘একক সন্ধ্যায় বসন্ত’ (১৯৬৪) ‘সহসা সঁচকিত’ (১৯৬৫) ‘আমার প্রতিদিনের শব্দ’ (১৯৭৪) ‘উচ্চারণ’ (১৯৬৮) ‘সমুদ্রেই যাব’ (১৯৮৭) ‘রজনীগন্ধা’ (১৯৮৮) …