ভাষার ক্ষুদ্রতম একক কি
ধ্বনি হল ভাষার মূল উপাদান কারণ এটি ছাড়া ভাষা অসম্ভব। ধ্বনি দিয়েই শব্দ গঠিত হয়, শব্দ দিয়েই বাক্য গঠিত হয়, এবং বাক্য দিয়েই যোগাযোগ হয়। ভাষার ক্ষুদ্রতম একক হল ধ্বনি। ধ্বনি হল এমন এক ধরনের শব্দ যা মানুষের কণ্ঠস্বরের মাধ্যমে উচ্চারিত হয়। আরো পড়ুন: ভাষার মূল উপকরণ কি