ph কাকে বলে

pH কী | pH কাকে বলে?

pH হচ্ছে দ্রবীভূত হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ। এটি দ্বারা মূলত হাইড্রজেন আয়নের ঘনত্ব বোঝায়।

pH হলো এমন একটি রাশি, যেটি দ্বারা বোঝা যায় পানি বা অন্য কোনো জলীয় দ্রবণ এসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ। নিরপেক্ষ হলে pH হয় ৭, এসিডিক হলে ৭ এর কম, আর ক্ষারীয় হলে ৭ এর বেশি।

এসিডের পরিমান যত বাড়বে, pH এর মান তত কমে, আর ক্ষারের পরিমান যত বাড়ে pH এর মানও তত বাড়ে।

বিশুদ্ধ পানির pH কত?

বিশুদ্ধ পানির pH হচ্ছে ৭।

আরো পড়ুন: DNA কী, আইসোটোপ কাকে বলে

Share this

1 thought on “pH কী | pH কাকে বলে?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *