Narration কি

Narration কাকে বলে

Narration

বক্তা যাহা বলে তাহাই Narration বা Speech.

Narration বা Speech দুই প্রকার

১। Direct Speech বা direct Narration ( প্রত্যক্ষ উক্তি )

২। Indirect Speech বা Indirect Narration ( পরোক্ষ উক্তি )

Direct Speech বা direct Narration ( প্রত্যক্ষ উক্তি ): যখন কোন কথাকে পরিবর্তন না করে অবিকল সে ভাষায় ব্যক্ত করা হয় তখন তাকে Direct Speech বা Direct Narration বলে।

He says, “ I am a boy.” ( সে বলল, “ আমি একজন বালক “)

বাক্যটিতে He says অংশটুকু বলছে বাক্যের বক্তা। কিন্তু I am a boy অংশটি সে বলছে না এটি ঐ বালকটি নিজের পরিচয় দিতে গিয়ে সেভাবে বলেছিল ঠিক তাই।

বক্তা ঐ কথাটিকে অবিকল এখানে তুলে ধরেছে । বক্তব্যের এই রূপ প্রকাশকে বলে direct Narration বা Direct Speech বা প্রত্যক্ষ উক্তি।

Indirect Speech বা Indirect Narration ( পরোক্ষ উক্তি ):

কিন্তু উপরের ঐ বক্তব্যটি যদি এভাবে উপস্থাপন করা হয়-

He says that he is a boy.

( সে বলে যে সে একজন বালক )

এখানে দেখা যায় যে সমস্ত বাক্যটিই বক্তা তার নিজের ভাষায় বলেছে।

বালকটি যে কথাটি বলেছিল ( “I am a boy”) তা এ বাক্যটিতে হুবহু সেই ভাবে নেই , একই বক্তব্য অন্যভাবে বলা হয়েছে।

বাক্যের এইরূপ উপস্থাপনকে বলে Indirect Speech বা Indirect Narration বা পরোক্ষ উক্তি।

Indirect Speech এর যে অংশটুকু বক্তা নিজে বলে তার Verb কে বলে Reporting verb G

যেমন, He says, “ I am a boy.” বাক্যটিতে Says হলো reporting verb.

এবং reported speech এর মধ্যে যে Verb টি আছে (am) তাকে বলে Reported speech এর verb.

আরো পড়ুন

Parts of Speech কাকে বলে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *