dialogue লেখার কৌশল

Dialogue লেখার নিয়ম

Dialogue কাকে বলে

দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো ঘটনা বা বিষয় নিয়ে যে কথাবার্তা বা আলোচনা হয় তাকে ইংরেজিতে Dialogue বাংলায় কথোপকথন বলে।

Dialogue লেখার নিয়ম

আমরা বিভিন্ন সময়ে যে কথাবার্তা বলি তা Dialogue এর অন্তর্ভুক্ত হলেও Dialogue বা কথোপকথন সুন্দরভাবে লেখার কিছু নিয়ম অনুসরণ করতে হয়।

Dialogue লেখার সময় যে বিষয়গুলোর প্রতি লক্ষ রাখতে হবে সেগুলো নিম্নে আলোচনা করা হলো-

  • Dialogue শুরু হয় সাধারণত সম্বোধন বা শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে।
  • Dialogue- এর বাক্য সংক্ষিপ্ত, সুস্পষ্ট ও যথাযথ হতে হবে।
  • Dialogue-এর ভাষা ও বক্তব্যের ধরন আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তির উপর নির্ভরশীল। যেমন- ছাত্র-শিক্ষকের মধ্যে কথোপকথনে
  • Dialogue বা কথোপকথন লেখার আগে বিষয়বস্তু ভালোভাবে ভেবে নিতে হবে।
  • Dialogue বা কথোপকথন  বাহুল্য বর্জিত, বস্তুনিষ্ট হতে হবে।
  • Dialogue (কথোপকথন) এর যুক্তি সব সময়ই প্রাসঙ্গিক ও বিষয়ভিত্তিক হতে হবে।
  • Dialogue-এর আলোচনার ধারাবাহিকতা ও প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে।ধরন এবং বন্ধু বান্ধবীদের মধ্যে কথোপকথন ধরন আলাদা হবে এটাই স্বাভাবিক।
  • Dialogue-এর সমাপ্তিও হবে ধন্যবাদ জ্ঞাপক শব্দ বা বিদায়সূচক শব্দ দিয়ে।
  • Dialogue-এ প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত হওয়াই ভালো।

আরো পড়ুন:- ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

ইংরেজি ডায়লগ লেখার কৌশল

সবধরনের Dialogue (কথোপকথন) কোনো না কোনো আকর্ষণমূলক word এবং সম্বোধনসূচক শব্দ দিয়ে শুরু করতে হয়। যেমন:- Hi, Hello etc.

Example- Abir: Hi, Lima. How are you?

Lima: Fine. And you?

  • অপরিচিত ব্যক্তির সাথে কথোপকথন শুরু করতে হলে Excuse me, I am sorry ইত্যাদি দিয়ে শুরু করতে হবে।
  • সম্ভাষণ জানাতে ভোর থেকে দুপুরের আগ পর্যন্ত Good morning বলতে হয়। দুপুরে Good noon এবং দুপুরের পর থেকে Good evening বলতে হয়।
  • দিনে বিদায় জানাতে, Good day, Have a good day ইত্যাদি ব্যবহার করা যায়।
  • রাতে বিদায় জানাতে বলা যায়, Good night.
  • সাধারণভাবে বিদায় নিতে Good bye বলতে হয়।

Example- Rafi: Good bye, Mily.

Mily : Good bye. Take care of yourself.

আরো পড়ুন: ইংরেজি উচ্চারণ কৌশল

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *