Degree কাকে বলে

একটি অপরটির চেয়ে দোষ বা গুণের যে পরিমান বুঝায় সে পরিমানকে Degrees of Comparison বলে।

Degree of Comparison তিন প্রকার।

১। Positive Degree

২। Comparative Degree

৩। Superlative Degree

১। Adjective এর Degree র মাত্রা তুলনা করা যয় না ( সাধারণ গুণ প্রকাশ করা যায় ) তখন Adjective এর Positive Degree হয়।

২। যখন দুই বা তারঅধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন Adjective এর Comparative Degree হয়।

৩। যখন অনেকের মধ্যে তুলনা করা হয় তখন Adjective এর Superlative Degree হয়।

He has much money.

He has more money.

He has the most money is the village.

আরো পড়ুন

Adverb কাকে বলে

Voice কাকে বলে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *