লালান শাহ এর

লালন শাহ

লালন শাহ্ ১৭৭২ সালে ঝিনাইদহের জন্মগ্রহণ করেন। তিনি বাউল সাধক ও বাউল কবি হিসেবে খ্যাতি লাভ করেন। ‘UNESCO’ বাউল গানকে ২৫ নভেম্বর, ২০০৫ সালে A Masterpiece of the Oral and Intangible Heritage Humanity’ বলে স্বীকৃতি দিয়েছে। রবীন্দ্রনাথ লালনের ২৯৮ টি গান সংগ্রহ করেন।

লালন শাহের বিখ্যাত বাউল গান

মিলন হবে কত দিনে…
আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা…
সব লোকে কয় লালন কি জাত সংসারে…
আমি অপার হয়ে বসে আছি…
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়…
সময় গেলে সাধন হবে না…
কেউ মালা কেউ তসবি গলায়…

আরো পড়ুন:- হরপ্রসাদ শাস্ত্রী

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আস প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  “কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায় এই পঙ্ক্তি নিচের একজনের- (১৭তম বিসিএস)

(ক) সিরাজ সাঁই

(খ) লালন শাহ

(গ) হাসন রাজা

(ঘ) ফকির আলমগীর

উত্তর:- (খ) লালন শাহ

প্রশ্ন:-২। আমার ঘরের চাবি পরের হাতে ঘানটির রচয়িতা কে। (৩৮ তম বিসিএস)

(ক) নির্মলেন্দু গুণ

(খ) প্রমথ চৌধুরী

(গ) হাসন রাজা

(ঘ) লালন শাহ

উত্তর:- (ঘ) লালন শাহ

প্রশ্ন:-৩। ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ পঙ্ক্তিটি কার রচনা? (শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক: ০৯]

(ক) লালন ফকির

(খ) পাগলা কানাই

(গ) হাসন রাজা

(ঘ) ফকির আলমগীর

উত্তর:- (ক) লালন ফকির

প্রশ্ন:-৪। বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে কে? (আনসার ভিডিপি  সার্কেল এ্যাডজুটেন্ট: ১০)

(ক) লালন ফকির

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) মাধব বিবি

(ঘ) ফরিদা পারভীন

উত্তর:- (খ) রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন:-৫। বাউল গানের বিশেষত্ব কী? (জাতীয় সংসদ সচিবালয়ে সহকারী পরিচালক: ০৬]

(ক) মরমীবাদ

(খ) মারেফাত

(গ) আধ্যাত্ম্য বিষয়ক

(ঘ) প্রেম বিষয়ক

উত্তর:- (গ) আধ্যাত্ম্য বিষয়ক

প্রশ্ন:-৬।  ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ পঙ্ক্তিটি

(ক) হাসন রাজার গান

(খ) রবীন্দ্র সঙ্গীত

(গ) ভজন

(ঘ) লালন গীতি

উত্তর:- (ঘ) লালন গীতি

প্রশ্ন:-৭। “আপনার ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা” চরণ

দুটির রচয়িতা কে? উপজেলা/থানা শিক্ষা অফিসার: ০৪

(ক) নির্মলেন্দু গুণ

(খ) প্রমথ চৌধুরী

(গ) হাসন রাজা

(ঘ) লালন শাহ

উত্তর:- (ঘ) লালন শাহ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *