রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর সাহিত্য

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৬ই অক্টোবর ১৯৫৬ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।  তিনি ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ও ১৯৮৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ, গণআন্দোলন ও অসাম্প্রদায়িক জীবনবোধের অসাধারণ এক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।

  • তিনি প্রতিবাদী রোমান্টিক কবি হিসেবে খ্যাত।
  • নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন তার স্ত্রী।
  • তিনি ২১শে জুন ১৯৯১ সালে মৃত্যুবরণ করেন।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এর কাব্যগ্রন্থসমূহ

‘উপদ্রুত উপকূল’ (১৯৭৯)‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ (১৯৮১)
‘মানুষের মানচিত্র’ (১৯৮৬)‘ছোবল’ (১৯৮৬)
‘গল্প’ (১৯৮৭)‘মৌলিক মুখোশ’ (১৯৯০)

অন্যান্য সাহিত্যকর্মসমূহ

কাব্যনাট্য‘বিষ বিরিক্ষের বীজ’
ছোট গল্প‘সোনালি শিশির
বিখ্যাত গান‘ভাল আছি ভাল থেকো, আকাশের
ঠিকানায় চিঠি লিখো।”
বিখ্যাত কবিতা‘বাতাসে লাশের গন্ধ’ (জাতির পতাকা আজ
খামচে ধরেছে সেই পুরনো শকুন)

আরো পড়ুন:- শহীদুল্লা কায়সার

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ‘সোনালী শিশির’ কোন ধরনের রচনা? (নৌপরিবহন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্র. কর্মকর্তা: ১৩)

(ক) প্রবন্ধ

(খ) কবিতা

(গ) ছোটগল্প

ঘ) নাটক

উত্তর:- (গ) ছোটগল্প

প্রশ্ন:-২।  ‘মানুষের মানচিত্র’ কবিতাটির রচয়িতা কে? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

প্রশাসনিক কর্মকর্তা: ১৩ )

(ক) রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

(খ) সৈয়দ শামসুল হক

(গ) আনিস চৌধুরী

(ঘ) আল মাহমুদ

উত্তর:- (ক) রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

প্রশ্ন:-৩। নিচের কোনটি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর লেখা কবিতা-

(ক) মহাপৃথিবী

(খ) বঙ্গবাণী

(গ) দুই বিঘা জমি

(ঘ) ফিরে চাই স্বর্ণগ্রাম

উত্তর:- (ঘ) ফিরে চাই স্বর্ণগ্রাম

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *