এয়াকুব আলী চৌধুরী

মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী

মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী  ১৮৮৮ সালে রাজবাড়ী জেলার পাংশার মাগুরাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক।

  • তিনি অসহযোগ আন্দোলন ও খেলাফত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য কারাভোগ করেন।
  • তিনি হিন্দু-মুসলিম সম্প্রীতির জন্য বিশেষ ভূমিকা পালন করেছেন।
  • তিনি ‘কোহিনুর’  পত্রিকার সম্পাদক ছিলেন।

মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী এর গ্রন্থসমূহ

মানব মুকুটনূরনবী
শান্তিধারাধর্মের কাহিনী

আরো পড়ুন:- সিকান্দার আবু জাফর

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত? (২৪তম বিসিএস)

(ক) মোস্তফা চরিত্র

(খ) নয়া জাতির স্রষ্টা হজরত মোহাম্মদ

(গ) মানব মুকুট

(ঘ) সাজাহান

উত্তর:- (গ) মানব মুকুট

প্রশ্ন:-২।  ‘কোহিনূর’ পত্রিকাটি সম্পাদনা করেন কে? (পরিবার পরিকল্পন অধিদপ্তর পরিবারকল্যাণ পরিদর্শিকাঃ ১৩)

(ক) এস ওয়াজেদ আলী

(খ) মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী

(গ) মাহবুব-উল আলম

(ঘ) মুহম্মদ আবদুল হাই উখ

উত্তর:- (খ) মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *