মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা

মোহাম্মদ আকরম খাঁ

মোহাম্মদ আকরম খাঁ ৭ জুন, ১৮৬৮ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ এবং মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।

  • মোহাম্মদ আকরম খাঁ মাসিক মোহাম্মদী’ পত্রিকার সম্পাদক ছিলেন।

গদ্যগ্রন্থ

মোস্তফা চরিতমোসলেম বাংলার সামাজিক ইতিহাস
সমস্যা ও সমাধানমুক্তি ও ইসলাম

আরো পড়ুন:- মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  কোন গ্রন্থটি মোহাম্মদ আকরম খাঁ রচিত? (তথ্য মন্ত্রণালয়ের অধীনে টেলিভিশন প্রকৌশলী )

(ক) মানুষের নবী

(খ) সমস্যা ও সমাধান

(গ) বিশ্বনবী

(ঘ) মরুদুলাল

উত্তর:- (খ) সমস্যা ও সমাধান

প্রশ্ন:-২। ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা- (১১তম বিসিএস]

(ক) মোহাম্মদ বরকতুল্লাহ

(খ) মুহম্মদ আবদুল হাই

(গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

(ঘ) মোহাম্মদ আকরম খাঁ

উত্তর:- (ঘ) মোহাম্মদ আকরম খাঁ

প্রশ্ন:-৩। আকরম খাঁ রচিত ‘মোস্তফা চরিত’ গ্রন্থটি- (ইসলামি ব্যাংক লি. প্রবেশনারি অফিসার: ০৫)

(ক) কাব্যগ্রন্থ

(খ) উপন্যাস

(গ) নাটক

(ঘ) সীরাত গ্রন্থ

উত্তর:- (ঘ) সীরাত গ্রন্থ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *