পাখি সব করে রব, রাতি পোহাইল

মদনমোহন তর্কালঙ্কার

মদনমোহন তর্কালঙ্কার ১৮১৭ সালে নদীয়ার বিল্বগ্রামে জন্মগ্রহণ করেন। কবি প্রতিভার জন্য সংস্কৃত কলেজের অধ্যাপকগণ কর্তৃক কাব্যরত্নাকর  উপাধি লাভ করেন এবং পরে পাণ্ডিত্যের জন্য তর্কালঙ্কার’ উপাধি পান।

মদনমোহন তর্কালঙ্কার এর বিখ্যাত উক্তি

পাখি সব করে রব, রাতি পোহাইল।
কাননে কুসুম কলি সকলি ফুটিল
সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।
লেখাপড়া করে যে, গাড়ী ঘোড়া চড়ে সে।

আরো পড়ুন:- শাহ মুহম্মদ সগীর

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১। ‘পাখি সব করে রব, রাতি পোহাইল’ পঙ্ক্তিটির রচয়িতা

কে? [২৬তম বিসিএস]

(ক) দনমোহন তর্কালঙ্কার

(খ) রামনারায়ণ তর্করত্ন

(গ ) অক্ষয়কুমার দত্ত

(ঘ) বিহারীলাল চক্রবর্তী

উত্তর:- (ক) দনমোহন তর্কালঙ্কার

 প্রশ্ন:-২। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন

ভালো হয়ে চলি।’ এই পঙক্তিটির রচয়িতা কে? [সমাজসেবা

অধিদপ্তরের সমাজসেবা সংগঠক: ০৫/

(ক) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

(খ) মনোমোহন বসু

(গ) মদনমোহন তর্কালঙ্কার

(ঘ) হরিনাথ মজুমদার

উত্তর:- (গ) মদনমোহন তর্কালঙ্কার

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *