অর্থসহ বাংলা প্রবাদ বাক্য

বাংলা প্রবাদ বাক্য

মানুষের দীর্ঘদিনের আচরণ পর্যবেক্ষণ করে ঐ সমাজের কোনো সৃষ্টিশীল ব্যক্তি যে চৌকস অভিব্যক্তি বাণীবদ্ধ করে, তাই কালে কালে প্রবাদে পরিণত হয়। যেমন- দুধ কলা দিয়ে সাপ পোষা- শত্রুকে সযত্নে লালন পালন করা

ক্রমিকপ্রবাদঅর্থ
অতি লোভে তাঁতি নষ্ট-বেশি লোভে ক্ষতি
ধান ভানতে শিবের গীত-অপ্রাসঙ্গিক কথার অবতারণা
তেলে মাথায় তেল দেয়াযার আছে তাকে আরো দেয়া
টো টো কোম্পানির ম্যানেজার-ভবঘুরে
জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ-ছোট বড় যাবতীয় কাজ করা
ঘুঁটে পোড়ে গোবর হাসে-অন্যের কষ্ট দেখে আনন্দ প্রকাশ
গন্ধমাদন বয়ে আনা-প্রয়োজনের অতিরিক্ত কিছু আনা
খাস তালুকের প্রজা-খুব অনুগত ব্যক্তি
কাঁচা বাঁশে ঘুন-অল্প বয়সেই স্বভাব নষ্ট হওয়া
১০কারো পৌষ মাস, কারো সর্বনাশ-কারো সুদিন, কারো দুর্দিন
১১অসারের তর্জন গর্জন সার-গুণহীনের বৃথা আস্ফালন
১২অল্পজলের মাছ –নিতান্তই বোকা
১৩অতি দর্পে হত লঙ্কা-অহংকার পতনের মূল
১৪অতি মেঘে অনাবৃষ্টিঅতি আড়ম্বরে কাজ হয় না
১৫অন্ধকে দর্পণ দেখানো-নির্বোধকে জ্ঞান দান
১৬ ওঝার ব্যাটা বনগরু-পণ্ডিতের মূর্খ পুত্র
১৭কপাল গুণে গোপাল ঠাকুর-অযোগ্যের ভাগ্যগুণে বড় হওয়া
১৮কত ধানে কত চাল-টের পাওয়ানো
১৯খিচুড়ি পাকানো-বিশৃঙ্খলা সৃষ্টি করা
২০গাছে কাঁঠাল গোঁফে তেল-পাওয়ার আগে ভোগের আয়োজন

আরো পড়ুন:- ইংরেজি প্রবাদ বাক্য

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *