নির্মলেন্দু গুণ এর কবিতা

নির্মলেন্দু গুণ

নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে নেত্রকোনা জেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯৬৪ সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন।

কবি হিসেবেই তিনি খ্যাতি লাভ করেন। তাকে কবিদের কবি বলা হয়ে থাকে। প্রতিবাদী চেতনা, সমকালীন সামাজিক-রাজনৈতিক জীবনের ছবি তাঁর কবিতার মূল বিষয়।

  • মেট্রিক পাশের আগেই তার প্রথম কবিতা ‘নতুন কাণ্ডারী’ নেত্রকোনার ‘উত্তর আকাশ’ পত্রিকায় প্রকাশিত হয়।
  • বাংলাদেশের কবিদের কবি নির্মলেন্দু গুণ।

পুরস্কার

একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮২)একুশে পদক (২০০১)

নির্মলেন্দু গুণ এর কবিতা

‘হুলিয়া’‘স্বাধীনতা-এই শব্দটি কিভাবে আমাদের হলো’।
রক্ত আর ফুলগুলি’ (১৯৮৩)‘রাজনৈতিক কবিতা’ (১৯৮৬)

নির্মলেন্দু গুণ কাব্যগ্রন্থসমূহ

‘প্রেমাংশুর রক্ত চাই’ (১৯৭০)‘ইসক্রা’ (১৯৮৪)
‘না প্রেমিক না বিপ্লবী’ (১৯৭২)‘কবিতা অমীমাংসিত রমণী’ (১৯৭৩)
‘দীর্ঘ দিবস দীর্ঘ রজনী’ (১৯৭৪)‘চৈত্রের ভালবাসা’ (১৯৭৫)
‘ও বন্ধু আমার’ (১৯৭৫)‘আনন্দ কুসুম’ (১৯৭৬)
‘বাংলার মাটি বাংলার জল’ (১৯৭৮)‘তাঁর আগে চাই সমাজতন্ত্র’ (১৯৭৯)
‘চাষাভূষার কাব্য’ (১৯৮১)‘পৃথিবীজোড়া গান’ (১৯৮২)
‘অচল পদাবলী’ (১৯৮২)‘দূর হ দুঃশাসন’ (১৯৮৩)
মুজিব-লেনিন- ইন্দিরা’ (১৯৮৪)‘শান্তির ডিক্রি’ (১৯৮৪)
‘প্রথম দিনের সূর্য’ (১৯৮৪)‘নেই কেন সেই পাখি’ (১৯৮৫)
‘নিরঞ্জনের পৃথিবী’ (১৯৮৬)‘চিরকালের বাঁশী’ (১৯৮৬)
‘দুঃখ কোরো না, বাঁচো’ (১৯৮৭),‘ধাবমান হরিণের দ্যুতি’ (১৯৯২),
‘অনন্ত বরফবীথি’ (১৯৯৩)‘আনন্দ উদ্যান’ (১৯৯৫)
‘শিয়রে বাংলাদেশ’ (১৯৯৮)

ছোটগল্প

‘আপনদলের মানুষ’ (১৯৭৬)‘অন্তর্জাল’ (২০০৫)

কিশোর উপন্যাস

‘কালো মেঘ’ (১৯৮২)‘বাবা যখন ছোট্ট ছিলেন’ (১৯৯৭)

আত্মজীবনী

‘আমার ছেলেবেলা’ (১৯৮৮)‘আত্মকথা ১৯৭১ (২০০৮)
‘রক্তঝরা নভেম্বর’ (১৯৭৫)‘আমার কণ্ঠস্বর’

ভ্রমণকাহিনী

‘ভলগার তীরে’ (১৯৮৫)‘গীনসবার্গের সঙ্গে’
(১৯৯৪)
‘আমেরিকায় জুয়াখেলার স্মৃতি’ (১৯৯৬)‘ভ্ৰমি দেশে দেশে’ (২০০৪)

আরো পড়ুন:- ড. নীলিমা ইব্রাহিম

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ‘মুজিব-লেলিন-ইন্দিরা’

(ক) নির্মলেন্দু গুণ

(খ) মহাদেব সাহা

(গ) আসাদ চৌধুরী

(ঘ) মহাদেব সাহা

উত্তর:- (ক) নির্মলেন্দু গুণ

প্রশ্ন:-২।   ‘চাষাভূষার কাব্য’ কার রচনা? [বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার: ১৯]

(ক) নির্মলেন্দু গুণ

(খ) শামসুর রাহমান

(গ) সৈয়দ শামসুল হক

(ঘ) আহমদ ছফা

উত্তর:- (ক) নির্মলেন্দু গুণ

প্রশ্ন:-৩।   ‘হুলিয়া’ কবিতা কার রচনা? [৩৫তম বিসিএস]

(ক) আবুল হাসান

(খ) আবুল হোসেন

(গ) মহাদেব সাহা

(ঘ) নির্মলেন্দু গুণ

উত্তর:- (ঘ) নির্মলেন্দু গুণ

প্রশ্ন:-৪।  কোনটি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ? [সহকারী থানা শিক্ষা অফিসার:১০]

(ক) বাংলার মাটি বাংলার জল

(খ) তবক দেওয়া পান

(গ) চুনিয়া আমার আর্কেডিয়া

(ঘ) রৌদ্রে প্রতিধ্বনি

উত্তর:- (ক) বাংলার মাটি বাংলার জল

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *