নীলিমা ইব্রাহিমের

ড. নীলিমা ইব্রাহিম

ড. নীলিমা ইব্রাহিম ১১ অক্টোবর, ১৯২১ সালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মুলঘর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী ।

১৯৪৫ সালে ক্যাপ্টেন ডা. মোহাম্মদ ইব্রাহিম এর সাথে তার বিয়ে হয় এবং বিয়ের পর নীলিমা রায় চৌধুরী থেকে নীলিমা ইব্রাহিম নামে পরিচিত হন।

ড. নীলিমা ইব্রাহিম এর প্রবন্ধ

‘আমি বীরাঙ্গনা বলছি’‘শরৎ প্রতিভা
‘বাংলার কবি মধুসূদন’‘বাঙালি মানস ও বাংলা সাহিত্য’

ড. নীলিমা ইব্রাহিম এর উপন্যাস

‘বিশ শতকের মেয়ে’ (১৯৫৮)‘এক পথ দুই বাঁক’ (১৯৫৮),
‘কেয়াবন সঞ্চারিণী’ (১৯৬২)‘বহ্নিবলয়’ (১৯৮৫)

অন্যান্য রচনা

‘দুয়ে দুয়ে চার’ (১৯৬৪)‘যে অরণ্যে আলো নেই’ (১৯৭৪)
‘সূর্যাস্তের পর’ (১৯৭৪)‘রোদ জ্বলা বিকেল’ (১৯৭৪)

অন্যান্য রচনা

গল্প :রমনা পার্কে’ (১৯৬৪)।
আত্মজীবনী: ‘বিন্দু বিসর্গ’ (১৯৯১)
ভ্রমণকাহিনী: ‘শাহী এলাকার পথে পথে’ (১৯৬৩)

আরো পড়ুন:- ড. আহমদ শরীফ

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে? ( প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ১৪)

(ক) ড.নীলিমা ইব্রাহীম

(খ) আনিস চৌধুরী

(গ) আনোয়ার পাশা

(ঘ)  শহীদুল্লা কায়সার

উত্তর:- (ক) ড.নীলিমা ইব্রাহীম

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *