জ্ঞান দাশ কোন সময়ের কবি ছিলেন

জ্ঞানদাস

কবি জ্ঞানদাসের জন্ম  ১৫৬০ খ্রিষ্টাব্দে বর্ধমান জেলার কাঁদড়া গ্রামে । তিনি চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন। তিনি বাংলা ও ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় দুইশ পদ রচনা করেন।

  • জ্ঞানদাস রচিত দুটি বৈষ্ণব – ‘মাথুর ও মুরলীশিক্ষা’
  • জ্ঞানদাস শ্রীকৃষ্ণের বাল্যলীলা, নৌকাবিলাস ও দানখণ্ড প্রভৃতি বিষয়ে কবিতা লিখতেন।

বিখ্যাত উক্তি

রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর।’সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল।’

আরো পড়ুন:- দৌলত উজির বাহরাম খান

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন-১।  “সুখের লাগিয়া এ ঘর বাধিনু অনলে পুড়িয়া গেল।”- পদটির রচয়িতা কে? [কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান সহকারী: ২১]

(ক) বিদ্যাপতি

(খ) গোবিন্দদাস

(গ) চণ্ডীদাস

(ঘ) জ্ঞানদাস

উত্তর:- (ঘ) জ্ঞানদাস

প্রশ্ন:-২।  জ্ঞানদাস কোন সময়ের কবি ছিলেন- (শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও

পরিবারকল্যান কর্মকর্তা: ০৯)

(ক) পনের শতাব্দী

(খ) সতের শতাব্দী

(গ) ষোড়শ শতাব্দী

(ঘ) আঠার শতাব্দী

উত্তর:- (গ) ষোড়শ শতাব্দী

প্রশ্ন:-৩।  জ্ঞানদাস কী নামে পরিচিত ছিলেন-

(ক) শ্রীমঙ্গল

(খ) মঙ্গলঠাকুর

(গ) মদনামঙ্গল

(ঘ) সবগুলো

উত্তর:- (ঘ) সবগুলো

প্রশ্ন:-৪।  কবি জ্ঞানদাসের জন্মস্থান- (সহকারী অফিসার প্রতিরক্ষা মন্ত্রণালয়)

(খ) সিরাজগঞ্জ

(খ) বগুড়া

(গ) বর্ধমান

(ঘ) আসাম

উত্তর:- (গ) বর্ধমান

প্রশ্ন:-৫। ‘রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর কার রচনা? (২৬তম বিসিএস)

(ক) চণ্ডীদাস

(খ) জ্ঞানদাস

(গ) বিদ্যাপতি

(ঘ) লোচনদাস

উত্তর:- (খ) জ্ঞানদাস

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *