কাজী আবদুল ওদুদ এর

কাজী আবদুল ওদুদ

কাজী আবদুল ওদুদ ২৬ এপ্রিল, ১৮৯৪ সালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক এবং মুক্তবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব।

  • তিনি কলকাতা থেকে প্রকাশিত সাময়িক ‘সংকল্প’  পত্রিকার সম্পাদক ছিলেন।

কাজী আবদুল ওদুদের সাহিত্যকর্মসমূহ

প্ৰবন্ধ:শাশ্বতবঙ্গ, শাশ্বতবঙ্গ, বাঙালার জাগরণ, রবীন্দ্রকাব্য পাঠ, সমাজ ও সাহিত্য, মোহাম্মদ ও ইসলাম
নাটক :‘মানব বন্ধু, পথ ও বিপথ
গল্পগ্রন্থ :তরুণ, মীর পরিবার

আরো পড়ুন:- কাজী ইমদাদুল হক

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ‘শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? (বাতিলকৃত ২৪তম বিসিএস)

(ক) কাজী আবদুল ওদুদ

(খ) কাজী আনোয়ারুল কাদির

(গ) কাজী ইমদাদুল হক,

(ঘ) মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ

উত্তর:- (ক) কাজী আবদুল ওদুদ

প্রশ্ন:-২। ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন- (১৫তম বিসিএস)

(ক) কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ

(খ) আনোয়ার

(গ) মোহাম্মদ বরকতুল্লাহ

(ঘ) আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ

উত্তর:- (ক) কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ

প্রশ্ন:-৩।  কাজী আবদুল ওদুদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১১)

(ক) ময়মনসিংহ

(খ) ফরিদপুর

(গ) শরীয়তপুর

(ঘ) রংপুর

উত্তর:-

প্রশ্ন:-৪।  মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য- (খাদ্য অধিদপ্তরের

সহকারী উপ-খাদ্য পরিদর্শক: ১২)

ক) কাজী আবদুল ওদুদ

(খ) শেখ ফজলল করিম

(গ) মোহাম্মদ আকরাম খাঁ,

(ঘ) মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ উত্তর:- ক) কাজী আবদুল ওদুদ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *