ভাষার অলঙ্কার

অলঙ্কার কাকে বলে

অলঙ্কার কী

কাব্য শরীরের সৌন্দর্য বৃদ্ধিতে কাব্যিক উপাদান ব্যবহার করে কাব্যকে গুণান্বিত করাই অলঙ্কার।

অলঙ্কার কত প্রকার

অলঙ্কার দুই প্রকার। যথা:-

১. শব্দালঙ্কার এবং ২. অর্থালঙ্কার।

শব্দালঙ্কার

শব্দের ধ্বনিরূপের আশ্রয়ে যে সমস্ত অলঙ্কারের সৃষ্টি হয়, তাকে শব্দালঙ্কার বলে।

অর্থালঙ্কার

অর্থের বৈচিত্র্য ও সৌন্দর্য বিধায়ক অলঙ্কারকে বলা হয় অর্থালঙ্কার।

আরো পড়ুন:- বাক্য কাকে বলে | সরল, যৌগিক, জটিল বা মিশ্র বাক্য

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *