অর্থশাস্ত্রের জনক কে

অর্থশাস্ত্রের জনক- অ্যাডাম স্মিথ।

আধুনিক অর্থশাস্ত্রের জনক- অ্যাডাম স্মিথ।

অ্যাডাম স্মিথ জন্মগ্রহণ করেন ৫ জুন ১৭২৩ সালে স্কটল্যান্ডে এবং মৃত্যু বরণ করেন ১৭ জুলাই ১৭৯০ সালে। তার উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে, আধুনিক উন্মুক্ত বাজার অর্থনীতি, শ্রমের বন্টন এবং চিরায়ত অর্থনীতি।

অ্যাডাম স্মিথ ১৭৭৬ সালে, Inquiry into the Nature and Causes of the Wealth of Nations নামক একটি গ্রন্থ লিখেন।

আরো জানুন

গণিতের জনক কে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *